ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

গভীর রাতে কুলপালায় ডাকাতের ছোড়া বোমায় কৃষক নিহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০১৭
  • / ৪০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের কুলপালা গ্রামের পশ্চিমপাড়ায় গতরাত আনুমানিক ২টার দিকে ডাকাতি করতে ব্যর্থ হয়ে পালানোর সময় বোমা নিক্ষেপ করলে প্রতিরোধকারী গ্রামবাসীর মৃত বাদলের পুত্র কৃষক নাসির হোসেন (৩৫) ও মিয়াজ আলীর পুত্র লিটন হোসেন (৩২) গুরুতর জখম হয়। পরে হাসপাতালে আসার পথিমধ্যে নাসির প্রচুর রক্তক্ষরণের কারনে মারা যায়। তবে, লিটন হোসেন (৩২) গুরুতর জখম অবস্থায় সদর হাসপাতালে ভর্তি আছে। জানা গেছে, ১৫-২০ জনের ডাকাত দলটি পরপর তিনটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে বিলের মাঠের দিকে পালিয়ে যায়। পরে গ্রামবাসীরা গুরুতর জখম দু’জনকে হাসপাতালে নেওয়ার পথিমধ্যে নাসির হোসেন মারা যান। এদিকে গুরুতর আহত লিটনের পিঠে বোমার স্প্রিন্টারের আঘাতে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। ঘটনার সংবাদ পেয়ে চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সদর হাসপাতালে ছুটে আসেন এবং পরে  গ্রামবাসীদের সাথে নিয়ে গভীররাতে ঘটনাস্থল কুলপালা পশ্চিমপাড়া পরিদর্শণ করেন। এ বিষয়ে তিনি সাংবাদিকদের জানান, ঘটনা শোনা মাত্রই পুলিশ সংঘবদ্ধ ডাকাতদলকে ধরতে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

গভীর রাতে কুলপালায় ডাকাতের ছোড়া বোমায় কৃষক নিহত

আপলোড টাইম : ১২:১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০১৭

নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের কুলপালা গ্রামের পশ্চিমপাড়ায় গতরাত আনুমানিক ২টার দিকে ডাকাতি করতে ব্যর্থ হয়ে পালানোর সময় বোমা নিক্ষেপ করলে প্রতিরোধকারী গ্রামবাসীর মৃত বাদলের পুত্র কৃষক নাসির হোসেন (৩৫) ও মিয়াজ আলীর পুত্র লিটন হোসেন (৩২) গুরুতর জখম হয়। পরে হাসপাতালে আসার পথিমধ্যে নাসির প্রচুর রক্তক্ষরণের কারনে মারা যায়। তবে, লিটন হোসেন (৩২) গুরুতর জখম অবস্থায় সদর হাসপাতালে ভর্তি আছে। জানা গেছে, ১৫-২০ জনের ডাকাত দলটি পরপর তিনটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে বিলের মাঠের দিকে পালিয়ে যায়। পরে গ্রামবাসীরা গুরুতর জখম দু’জনকে হাসপাতালে নেওয়ার পথিমধ্যে নাসির হোসেন মারা যান। এদিকে গুরুতর আহত লিটনের পিঠে বোমার স্প্রিন্টারের আঘাতে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। ঘটনার সংবাদ পেয়ে চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সদর হাসপাতালে ছুটে আসেন এবং পরে  গ্রামবাসীদের সাথে নিয়ে গভীররাতে ঘটনাস্থল কুলপালা পশ্চিমপাড়া পরিদর্শণ করেন। এ বিষয়ে তিনি সাংবাদিকদের জানান, ঘটনা শোনা মাত্রই পুলিশ সংঘবদ্ধ ডাকাতদলকে ধরতে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে।