দেশজুড়ে ফের আতঙ্কের কম্পনে দুইজনের মৃত্যু
- আপলোড টাইম : ১১:১০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০১৭
- / ৩২৪ বার পড়া হয়েছে
সমীকরণ ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূ-কম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় বেলা তিনটা ৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এ সময় আতঙ্কে তাড়াহুড়া করতে গিয়ে সুনামগঞ্জে দুজনের মৃত হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জে কৃষিজমি ফেটে বালি ও পানি বেরিয়ে এসেছে বলে জানিয়েছে স্থানীয় লোকজন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরার আমবাসা থেকে ১৯ কিলোমিটার উত্তর-পূর্বে। উৎপত্তিস্থলটি বাংলাদেশ-ভারত সীমান্তের কাছাকাছি। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। উৎপত্তিস্থলে ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৬.১ কিলোমিটার গভীরে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দিন আহমেদ জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৭৬ কিলোমিটার দূরে ভারতের ত্রিপুরায়।
ভূমিকম্পের সময় আতঙ্কে তাড়াহুড়া করতে গিয়ে ছাতক উপজেলার শামসুল হকের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ে সায়মা আক্তার (১৪) ও জগন্নাথপুর উপজেলার হিরণ মিয়ার (২৫) মৃত্যু হয়েছে। আহত হয় একই উপজেলার মাদ্রাসা শিক্ষার্থী নাদিউর রহমান (১৩)।
ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বলেন, নিহত সায়মা আক্তারের বাবা শামসুল হক ছাতক সিমেন্ট কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। তিনি পরিবার নিয়ে কারখানার ভেতরে একটি চারতলা ভবনে থাকেন। গতকাল দুপুরে ভূমিকম্পের সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে চারতলার ঘর থেকে দৌড়ে নিচে নামার সময় সিঁড়ি থেকে ছিটকে পড়ে যায় সায়মা। তাকে গুরুতর আহত অবস্থায় ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সায়মাকে মৃত ঘোষণা করেন। সায়মা আক্তার ছাতক সিমেন্ট ফ্যাক্টরি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।