মোমিনপুরে পুত্রবধুর দেওয়া বিষে শ্বশুরের দাফন সম্পন্ন
- আপলোড টাইম : ১১:০৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০১৭
- / ৩০৬ বার পড়া হয়েছে
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনয়নের সরিষাডাঙ্গা গ্রামের ক্যানালপাড়ায় পুত্রবধুর দেওয়া বিষে শ্¦শুর রশিদ বিশ্বাসের ময়নাতদন্ত শেষে নিজগ্রামে দাফনকার্য সম্পন্ন হয়েছে। গতকাল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকাল ৩টায় বলিয়ারপুর পারিবারিক কবরস্থানে দাফনকার্যে শতশত গ্রামবাসী অংশগ্রহণ করে।এদিকে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে পুলিশ নড়েচড়ে বসে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। অভিযুক্ত পুত্রবধু নারগিসকে বাঁচাতে নারগিসের স্বামী হাসেম আলীসহ সরিষাডাঙ্গা গ্রামের আ.লীগ নেত্রী ও পরাজিত মোমিনপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী শেফালী খাতুন উচ্চমহলে দৌড়ঝাপ শুরু করেছে বলে জানা গেছে। উল্লেখ্য, গত সোমবার সকাল ৬টায় পুত্রবধূ নারগিস তার শ্বশুর রশিদ বিশ্বাসকে ঔষধের বদলে বিষ দিলে রশিদ বিশ্বাস তা সরল মনে খেয়ে ওইদিন সকাল আনুমানিক ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করে। এই ঘটনায় গ্রামবাসী ক্ষুদ্ধ হয়ে নারগিসকে গণধোলাই দিয়ে একটি ঘরে তালাবদ্ধ করে রাখে। পরে পুলিশ লাশ করে ময়নাতদন্ত করতে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। গতকাল রশিদ বিশ্বাসের দাফন সম্পন্ন হয়।