ইপেপার । আজ বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

জীবননগরে হিন্দু সম্প্রদায়ের ২ গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ সৎকারের পর বিত- : উভয়পক্ষের আহত ৮

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০১৭
  • / ৩৮৪ বার পড়া হয়েছে

asda

হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলা বকুন্ডিয়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ সৃষ্টি হয়েছে। উভয় পক্ষের প্রায় ৭-৮ জন আহত হয়েছে। ঘটনার বিবরনে জানা যায়, জীবননগর উপজেলার বকুন্ডিয়া গ্রামের সুধির চন্দ্র দাশ দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। তিনি গতকাল সকালে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। ঐ মৃত ব্যাক্তির সৎকারের কাজ সম্পন্ন করা নিয়ে শ্রী খগেন ও শ্রীপদ তাদের নিজেদের মধ্যে এক কথা কাটাকাটি ও বাক বিতন্ডার সৃষ্টি হয়। পরে সেটা রক্তক্ষয়ী সংঘর্ষে উপনিত হয়। উক্ত বিষয়টি নিয়ে মহল্লাবাসীর সাথে কথা বললে তারা জানান যে, উভয় পক্ষের পারিবারিক কলহের জের ধরে এই মারামারি সৃষ্টি হয়। এতে শ্রীপদর লোক ভাদুরে দাশ ও তার স্ত্রী কুলাপতিসহ সঞ্জয়, গ্রাম পুলিশ শ্যামল দাশ, কুমার দাশ, সন্ন দাশ এরা গুরুতর আহত হয় অপরদিকে খগেনের পক্ষে ধীরেন ও শ্রী অনুমতিসহ আরো কয়েকজন গুরুতর আহত হন। পরে এলাকাবাসী আহতদেরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় পক্ষের মধ্যে মামলার প্রস্তুতি চলছিল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

You cannot copy content of this page

জীবননগরে হিন্দু সম্প্রদায়ের ২ গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ সৎকারের পর বিত- : উভয়পক্ষের আহত ৮

আপলোড টাইম : ১১:০০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০১৭

asda

হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলা বকুন্ডিয়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ সৃষ্টি হয়েছে। উভয় পক্ষের প্রায় ৭-৮ জন আহত হয়েছে। ঘটনার বিবরনে জানা যায়, জীবননগর উপজেলার বকুন্ডিয়া গ্রামের সুধির চন্দ্র দাশ দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। তিনি গতকাল সকালে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। ঐ মৃত ব্যাক্তির সৎকারের কাজ সম্পন্ন করা নিয়ে শ্রী খগেন ও শ্রীপদ তাদের নিজেদের মধ্যে এক কথা কাটাকাটি ও বাক বিতন্ডার সৃষ্টি হয়। পরে সেটা রক্তক্ষয়ী সংঘর্ষে উপনিত হয়। উক্ত বিষয়টি নিয়ে মহল্লাবাসীর সাথে কথা বললে তারা জানান যে, উভয় পক্ষের পারিবারিক কলহের জের ধরে এই মারামারি সৃষ্টি হয়। এতে শ্রীপদর লোক ভাদুরে দাশ ও তার স্ত্রী কুলাপতিসহ সঞ্জয়, গ্রাম পুলিশ শ্যামল দাশ, কুমার দাশ, সন্ন দাশ এরা গুরুতর আহত হয় অপরদিকে খগেনের পক্ষে ধীরেন ও শ্রী অনুমতিসহ আরো কয়েকজন গুরুতর আহত হন। পরে এলাকাবাসী আহতদেরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় পক্ষের মধ্যে মামলার প্রস্তুতি চলছিল।