চুয়াডাঙ্গা শহরে থানা কাউন্সিল পাড়া থেকে সন্ধ্যারাতে মোটরসাইকেল চুরি
- আপলোড টাইম : ১০:৫৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০১৭
- / ৪০৯ বার পড়া হয়েছে
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের থানা কাউন্সিলপাড়া থেকে সন্ধ্যা রাতে একটি ডিসকভার ১২৫সিসি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে থানা কাউন্সিলপাড়ায় রায়হান জোয়ার্দ্দার নিজ বাড়ির থেকে তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় চোরেরা বলে জানা গেছে। জানা যায়, চুয়াডাঙ্গা শহরের থানা কাউন্সিলপাড়ার মৃত ইউসুফ জোয়ার্দ্দার নিজ বাড়ির ভিতরে তার ডিসকভার ১২৫সিসি গাড়িটি রেখে বাড়ীর দ্বিতীয়তলায় যায়। কিছুক্ষণ পরে নিচে এসে দেখেন তার মোটরসাইকেলটি নেই। অনেক খোঁজাখুজির পরও মোটরসাইকেলটি পাওয়া যায়নি। গতকালই চুয়াডাঙ্গা সদর থানার ইনচার্জ তোজাম্মেল হককে আমার মোটরসাইকেল চুরির বিষয়টি জানিয়েছি বলে জানান রায়হান জোয়ার্দ্দার। তবে এঘটনায় আজ (বুধবার) চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরী করবেন রায়হান জোয়ার্দ্দার বলে জানা গেছে।