দর্শনায় ওমেন্স ক্লাবের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত শীতের পিঠা মিষ্টি রোদ এই বাংলায় খুশির আমোদ
- আপলোড টাইম : ১১:০৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০১৭
- / ৫৬৭ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: দর্শনায় পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শীতের পিঠা মিষ্টি রোদ এই বাংলায় খুশির আমোদ স্লোগানকে ধারণ করে গতকাল বিকাল সাড়ে ৩টায় দর্শনা ওমেন্স ক্লাবের আয়োজনে পুরাতন বাজার সোসাইড চত্বরে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। ওমেন্স ক্লাবের সভাপতি কামরুন নাহার রাণী শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত পিঠা উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাঙ্গালী ঐতিহ্যকে ধরে রাখতে এ পিঠা উৎসবের মাধ্যমে ফুটে উঠেছে। আমরা প্রায় গ্রাম বাংলার পিঠার সাধ নাম ভুলেই গেছি আর সেই ভুলে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে এ ধরণের পিঠা উৎসব করতে হবে আরো বড় পরিসরে। যাতে করে বেশী বেশী মানষের মধ্যে পিঠা খাওয়ার দিনগুলো যাতে সকলকে মনে করিয়ে দেওয়া যায়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এবিএম আরশাদ হোসেন, দর্শনা সরকারী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, সহকারী অধ্যক্ষ আজিজুর রহমান, কেরুজ বানিজ্য বিভাগের উপ-ব্যবস্থাপক শেখ মোহাম্মদ শাহাবুদ্দিন ও দর্শনা ঈশ্বরচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরতি হালসানা। এছাড়া পিঠা উৎসবে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আলী মুনসুর বাবু, আব্দুস সালাম ভুট্টু, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি শরীফ উদ্দিন দুদু, যুবলীগ নেতা রফিকুল ইসলাম, হজরত আলী ও নব-নির্বাচিত জেলা পরিষদের সদস্য শফিকুল কবির ইউসুফ। এছাড়া নারী নেত্রী নুঝাত পারভীন, আসমা হেনা চুমকি, ওমেন্স ক্লাবের সদস্য মাহমুদা নাসরীন মুন্নি, লাভলী, আজাদী ইসলাম, সালমা আবেদীন পলি এবং ওয়েভ ফাউন্ডেশনে জেসমিন আক্তার জেসী, তামান্ন প্রমূখ।