মুজিবনগর জিনিয়াস প্রি-ক্যাডেট একাডেমীর শিক্ষা সমাপনী পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আনন্দ র্যালী
- আপলোড টাইম : ১১:০৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০১৭
- / ৫২৯ বার পড়া হয়েছে
মুনশী মোকাদ্দেশ/শেরখান: মুজিবনগর জিনিয়াস প্রি-ক্যাডেট একাডেমী ২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষায় উপজেলায় প্রথম হওয়াই কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা, আনন্দ র্যালী এবং পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত শনিবার বেলা ১০টার দিকে একাডেমীর প্রাঙ্গণে চেয়ারম্যান হারুন অর রশিদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেমায়েত উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী মিসেস হেমায়েত উদ্দিন, প্রধান শিক্ষক আজিজুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান হারুন অর রশিদ বেবি ও বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক মিজানুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ সাদিদ ও প্রধান শিক্ষক ওমর ফারুক। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ব্যক্তিগত তহবিল থেকে ২৯জন এ প্লাস ও ২২ জন এ গ্রেড প্রাপ্ত সফলতা অর্জনকারী ছাত্র/ছাত্রদীদের সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক আনোয়ার হোসেন ও মহির শেখ। শেষে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে কৃতী ছাত্র ছাত্রীদের নিয়ে আনন্দ র্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে। জিনিয়াস প্রি-ক্যাডেট একাডেমী ২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষায় উপজেলায় প্রথম হওয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বলে জানাগেছে।