হিজলগাড়ী পুলিশ ক্যাম্প পরিদর্শনকালে এমপি আলী আজগর টগর পুলিশ ক্যাম্পের অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি প্রদান
- আপলোড টাইম : ১০:৫৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০১৭
- / ১২০৩ বার পড়া হয়েছে
হিজলগাড়ী প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগর টগর এমপি। পরিদর্শনকালে হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি প্রদান করেন তিনি। জানা গেছে, গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের খাড়াগোদা ও তেঘরী গ্রামে পূর্ব নির্ধারিত সফর শেষে ফিরতি পথে হিজলগাড়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগর টগর। ক্যাম্প ইনচার্জ শফিকুর রহমানের দাবির প্রেক্ষিতে দ্রুত হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের পুলিশ ব্যারাক সংস্কারসহ অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি প্রদান করেন তিনি। এসময় উপস্থিতি ছিলেন, দর্শনা পৌর আ.লীগের সভাপতি শহিদুল ইসলাম, আ.লীগ নেতা আলী মুনছুর বাবু, বীরমুক্তিযোদ্ধা আনারুল ইসলাম, দর্শনা কলেজ ছাত্রলীগ নেতা তপু, হিজলগাড়ী প্রেসক্লাবের উপদেষ্টা কুদ্দুস আলী, প্রেসক্লাব সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ অপূর্ব, সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেনসহ আশা হিজলাড়ী শাখা ব্যবস্থাপক ইন্তাজুল ইসলাম, ব্র্যাক ম্যানেজার মেহেদী হাসানসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।