টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন গোলাম রসুল
- আপলোড টাইম : ০২:৩২:৩০ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০১৭
- / ৩৭৫ বার পড়া হয়েছে
মেহেরপুর অফিস: টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন মেহেরপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল। গতকাল রবিবার সকালে দেড় শতাধিক নেতা-কর্মীর একটি বহর নিয়ে দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌছান তারা। সেখানে মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়াম্যান আলহাজ্ব গোলাম রসুলের নেতৃত্বে নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পার্ঘ অর্পন করেন। পরে তারা কবর জিয়ারত করে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি জয়নাল আবেদীন, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি তহমিনা খাতুন, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পল্টু, মেহেরপর শহর আওয়ামীলীগের সাধারণ সাধারন সম্পাদক আক্কাস আলী, জেলা যুবলীগের আহব্বায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহব্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জুয়েল রানা, জেলা পরিষদের নব নির্বাচিত কয়েকজন সদস্যসহ দলীয় নেতা-কর্মীরা এসময় সেখানে উপস্থিত থেকে কবর জিয়ারত ও বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।