জীবনের অর্ধেকর বেশী সময় ধরে আওয়ামী লীগের রাজনীতি করে এসে ফলাফল শূন্য দুই নেতার
- আপলোড টাইম : ০২:২১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬
- / ১২০৮ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: জীবনের অর্ধেকর বেশী সময় ধরে আওয়ামী লীগের রাজনীতি করে এসে ফলাফল শূন্য। গতকাল জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থী হিসাবে নির্বাচন করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম। এ নির্বাচনে তিনি একটিও ভোট না পেয়ে হতাশ হয়ে পড়েছেন। দীর্ঘদিন তিনি দর্শনা পৌর মেয়রের সাথে এবং পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলমসহ বেশ কিছু আওয়ামী লীগ নেতার দুদিনে থেকে তিনি রাজনীতি করেন। আর সেই রাজনীতির ফলাফল যে শূন্য হবে তা তিনি কল্পনাও করতে পারেনি। নির্বাচনী ফলাফল শুনে সে ভাগ্যের দোষারপ করে তিনি সেন্টার এলাকা ছেড়ে চলে যান। এসময় সিরাজুল ইসলামের স্ত্রী সারাদিন রোজা রেখে কলেজ মাঠে ছুটে এসে কান্নায় ভেঙ্গে পড়েন এবং মন্তব্য করেন কাদের সাথে আমার স্বামী এতদিন রাজনীতি করে ঘুরে বেড়িয়েছেন এটা ভাবতে কষ্টে নিথত হয়ে পড়ে বাড়ি ফিরে যান। অপরদিকে দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিশান তরফদার শূন্য ভোট পাওয়ায় মনে কষ্ট নিয়ে বাড়ির দিকে চলে যান বলে অনেকেই জানান।