প্রত্যেক গাড়ির রেজিস্ট্রেশন শো-রুমের মাধ্যমে নিশ্চিত করতে হবে- বিআরটিএ রেজিস্টেশন কর্তৃপক্ষ
- আপলোড টাইম : ০২:১১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬
- / ৪০১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ও মেহেরপুর সার্কেল, বিআরটিএ রেজিস্টেশন কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এতদ্বারা চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সকল সম্মানিত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও থ্রী হুইলার অটোরিকশা মালিকদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, (১) মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ধারা ৩২ মোতাবেক রাস্তায় চলাচলের জন্য প্রতিটি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। বিআরটিএ সদর কার্যালয়ের স্মারক নং- ৩৫.০৩.০০০০.৩১.০১৪.২০১৪-২২৭১, তাং- ২৪/০৮/২০১৪ইং। (২) আঞ্চলিক পরিবহন কমিটি (আরটিসি) চুয়াডাঙ্গা জেলার ২৮/০২/২০১৬ইং তারিখের সভার আলোচ্য সূচী ১(৩) এর সিদ্ধান্ত (৩) বিআরটিএ, খুলনা বিভাগীয় সমন্বয় সভার ০৫/০৬/২০১৬ইং তারিখের সিদ্ধান্ত ১(৪) আঞ্চলিক পরিবহন কমিটি (আর টি সি) মেহেরপুর জেলার ০২/১১/২০১৬ইং সড়ক পরিবহন সভার ৪নং সিদ্ধান্ত অনুযায়ী ক্রেতার নিকট হস্তান্তরের পূবেই মোটরসাইকেল ও থ্রি হুইলার অটো রিকশার রেজিস্ট্রেশনসহ যাবতীয় কার্যক্রম বিক্রয়কারী এজেন্ট/ডিলার নিশ্চত করবে মর্মে সরকারী সিদ্ধান্ত রয়েছে। ১। সরকারী রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। ২। বিক্রয়কারী/ডিলার প্রদত্ত কাগজপত্র ত্রুটির কারণে অনেক সময় গ্রাহকগণ হয়রান হচ্ছে। ৩। রেজিস্ট্রেশনকৃত না হওয়ার কারণে ঐ সমস্ত মোটরযান ব্যবহারের মাধ্যমে অপরাধ সংঘটিত হচ্ছে। ফলে মোটরসাইকেল ও থ্রি হুইলার অটো রিকশার রেজিস্ট্রেশনসহ যাবতীয় কার্যক্রম সুসম্পন্ন করার জন্য বিক্রয়কারী এজেন্ট/ডিলার এর সাথে মোটরযানের মালিকগণকে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।