চুয়াডাঙ্গায় বেসরকারি পর্যায়ে শিশু হাসপাতাল গঠনকল্পে সভা

সমীকরণ প্রতিবেদন:

বেসরকারি পর্যায়ে প্রস্তাবিত চুয়াডাঙ্গা শিশু হাসপাতালের আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় শহরের মাঝেরপাড়ায় ডা. মার্টিন হীরক চৌধুরীর বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা বিএমএ’র সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি কমিটির সদস্যসচিব অধ্যাপক শেখ সেলিম সঞ্চালনা করেন। সভায় আহ্বায়ক কমিটির সদস্য জেমস অলোক চৌধুরী, হাবিল হোসেন জোয়ার্দ্দার, কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী, রফিকুল ইসলাম ও নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।

সভায় গঠনতন্ত্র পাঠ করেন সদস্যসচিব শেখ সেলিম। এছাড়া সাধারণ পরিষদ ও উপদেষ্ঠা পরিষদের বিষয়ে করণীয় আলোচনা করা হয়। চুয়াডাঙ্গা শিশু হাসপাতাল গুলশানপাড়ায় শিগগিরই অস্থায়ীভাবে চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।