ইপেপার । আজ রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গায় নকলনবিশদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটে নেতৃবৃন্দ চাকরি স্থায়ী করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:৪০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬
  • / ৪২২ বার পড়া হয়েছে

DSC09710

নিজস্ব প্রতিবেদক: চাকরি স্থায়ী করার দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে নকলনবনিশরা। চুয়াডাঙ্গা জেলা রেজিস্ট্রি কার্যালয়সহ সকল উপজেলা কার্যালয়ের নকলনবিশরা এই কর্মসূচিতে অংশ নেয়। গতকাল মঙ্গলবার সকাল থেকে তারা কাজে যোগ না দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট পালন করে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চুয়াডাঙ্গা সরকারি কলেজে শহীদ মিনারে অবস্থান ঘর্মঘট করে। আন্দোলনকারী নকলনবিশরা জানায়, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ২০১৩ সালে তৎকালীন আইনমন্ত্রী শফিক আহমেদ নকলনবিশদের চাকরি স্থায়ী করার ঘোষণা দেন। কিন্তু এখনো তাঁদের সেই ঘোষণা বাস্তবায়ন করা হয়নি। দ্রুততম সময়ের মধ্যে চাকরি স্থায়ী করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেয় তারা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এক্সটরা মোহরার (নকলনবিশ) অ্যাসোসিয়েশন বিভাগীয় শাখার প্রচার সম্পাদক চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক ফরিদুজ্জামান, দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি আতিকুজ্জামান, আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি অনন্ত কুমার ব্যানার্জী, জীবননগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, দামুড়হুদার সহসভাপতি জান্নাতুল ফেরদাউস, জেলা শাখার সহসভাপতি বিষ্ণ কুমার অধিকারি। আরও উপস্থিত ছিলেন, লিটন, শাহিনুর রহমান, সোলায়মান হক, মোজাম্মেল প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় নকলনবিশদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটে নেতৃবৃন্দ চাকরি স্থায়ী করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা

আপলোড টাইম : ০২:৪০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬

DSC09710

নিজস্ব প্রতিবেদক: চাকরি স্থায়ী করার দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে নকলনবনিশরা। চুয়াডাঙ্গা জেলা রেজিস্ট্রি কার্যালয়সহ সকল উপজেলা কার্যালয়ের নকলনবিশরা এই কর্মসূচিতে অংশ নেয়। গতকাল মঙ্গলবার সকাল থেকে তারা কাজে যোগ না দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট পালন করে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চুয়াডাঙ্গা সরকারি কলেজে শহীদ মিনারে অবস্থান ঘর্মঘট করে। আন্দোলনকারী নকলনবিশরা জানায়, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ২০১৩ সালে তৎকালীন আইনমন্ত্রী শফিক আহমেদ নকলনবিশদের চাকরি স্থায়ী করার ঘোষণা দেন। কিন্তু এখনো তাঁদের সেই ঘোষণা বাস্তবায়ন করা হয়নি। দ্রুততম সময়ের মধ্যে চাকরি স্থায়ী করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেয় তারা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এক্সটরা মোহরার (নকলনবিশ) অ্যাসোসিয়েশন বিভাগীয় শাখার প্রচার সম্পাদক চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক ফরিদুজ্জামান, দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি আতিকুজ্জামান, আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি অনন্ত কুমার ব্যানার্জী, জীবননগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, দামুড়হুদার সহসভাপতি জান্নাতুল ফেরদাউস, জেলা শাখার সহসভাপতি বিষ্ণ কুমার অধিকারি। আরও উপস্থিত ছিলেন, লিটন, শাহিনুর রহমান, সোলায়মান হক, মোজাম্মেল প্রমুখ।