বড়দিন উপলক্ষে চার্চ অব বাংলাদেশ বল¬ভপুর চার্চ এর আয়োজন সপ্তাহব্যাপী ঐতিহ্যবাহী খ্রিষ্টান আনন্দ মেলার উদ্বোধন
- আপলোড টাইম : ০২:২৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬
- / ৩৮১ বার পড়া হয়েছে
মুনশী মোকাদ্দেস/ শের খাঁন: চার্চ অব বাংলাদেশ বল¬ভপুর চার্চ এর আয়োজনে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বল¬ভপুর গ্রামের খেলার মাঠে ৭দিন ব্যাপী শুভ বড়দিন উপলক্ষে ঐতিহ্যবাহী আনন্দ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় মেলার উদ্বোধন করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল। আনন্দ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বল¬ভপুর ডিনারির ডীন এ অঞ্চলের প্রধান পুরোহিত রেভা: বিলিয়ম সরদার। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন চেয়ারম্যান মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়ুব হোসেন, মুজিবনগর থানার ওসি’র পক্ষে এসআই ইয়ামিন আলী, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাগোয়ান ইউনিয়নের ৬ ওয়ার্ড সদস্য ও কুষ্টিয়া ডায়াসিস বল¬ভপুর ডিনারির সম্পাদক মি:শংকর বিশ্বাস, সপ্তাহ ব্যাপী খ্রীষ্টিয় মেলা কমিটির সম্পাদক মি: সুজিত মলি¬ক, বল¬ভপুর রোমান ক্যাথলিক চার্চের ক্যাটে খ্রিষ্ট সমর বিশ্বাস, বল¬ভপুর এ্যাসেম্বলী অব গড (এজি) চার্চের পালক মি: ডেভিড রায়। এ অনুষ্ঠানের মাঝে মাঝে দেশত্ববোধক গান ও রবীন্দ্র সংগীতের তালেতালে নৃত্য পরিবেশন করেন বল¬ভপুর গ্রামের কিশোর-কিশোরিরা। এরআগে অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে ও জাতীয় সংগীতের তালেতালে জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। মশাল প্রজ্জলনের মাধ্যমে প্রধান অতিথি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল বড়দিনের খ্রীষ্টিয় আনন্দ মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন। এ অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন ক্লেমেন্ট অরুন মন্ডল। পরে প্রধান অতিথি মেলার ষ্টল, বল¬ভপুর ইয়োথকাম কমিওনিটি সেন্টার, বল¬ভপুর হাসপাতালের বৃদ্ধাশ্রম পরিদর্শন করেন।