ঝিনাইদহ সাধুহাটীর মধ্য মাঠের মাঝে তাড়ির জমাট আসর!
- আপলোড টাইম : ০২:০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬
- / ৩৬৮ বার পড়া হয়েছে
বদরগঞ্জ প্রতিনিধি: সহজে অনুমান আর ইচ্ছে করলেই সব কটাকে বেঁধে ফেলা যাবে, না, এমন পথ পরিহার করেই চলছে বর্তমান তাড়ি ও গাঁজার ব্যবসায়ী গনেরা। পুরাতন স্থান ছেড়ে দিয়ে সম্প্রতি তাড়ির আসর চলছে মধ্য মাঠের মাঝে, লোকচক্ষুর আড়াল আর অনুমানের বাইরে-এমন খবরই উঠে এসছে প্রাপ্ত তথ্যে। জানা গেছে, ঝিনাইদহ সদরের সাধুহাটী ইউনিয়নের সাধুহাটী ও এনায়েতপুরের মাঝা-মাঝি মুচপুকুর নামক মধ্য মাঠের মাঝে অতি গোপনে গড়ে উঠেছে তাড়ির শরাইখানা। জানা যায়, তাড়ি বিক্রির শরাইখানাটির মালিক ইউনিয়নের বোড়াই গ্রামের আবুল হোসেন ও এনায়েতপুরের বদরুল। সন্ধ্যা হলেই শরাইখানাটি জমে উঠছে লোকারণ্যের ভিড়ে। এলাকার বিভিন্ন স্থান থেকে আসা ভূক্তভোগিরা তাড়িপান করে বাড়ি ফিরছে টাল-মাতাল অবস্থায়। এতে সভ্য সমাজের ঘাড়ে চেপে বসছে মানব চরিত্র অবক্ষয়ের করুণ পরিণতি। ফলে সামাজিক পরিবেশ হচ্ছে দূর্নীতিগ্রস্থ। পরিবার সদস্যদের মাঝে বাড়ছে হানা-হানি, ছিন্ন হচ্ছে সম্পর্কের ছাড়া-ছাড়ি। অনেক সময় সন্তান দ্বারাও লাঞ্চিত হচ্ছে পিতা-মাতা। এছাড়াও বদরুলের ছোট ভাই ইনছান এনায়েতপুর গ্রামের বাগদী পাড়ায় অতি গোপনে তাড়ির জমাট ব্যবসা চালাচ্ছে বলেও খবর রয়েছে। এমন তাড়ি ও গাঁজাখোরেরা অপরাধের পাল¬ায় উপরে থাকলেও এর গভীরে যারা সমাজ অধপতনের দোকান খুলে বসেছে তারা থেকে যায় সব সময় বাইরে। কেন, তা যেন অজ্ঞাতসারে বোঝা-বুঝির ব্যাপার। বিষয়টির প্রতি সংশি¬ষ্ট কতৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন, এমনটাই আশা সচেতন মহলের।