নাগদহ শরিষাডাঙ্গায় অবৈধ ভাবে বালি উত্তোলনে অভিযোগ আমি জেল খেটেছি : পত্রিকায় লিখে লাভ নেই
- আপলোড টাইম : ১০:২৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬
- / ৩৫৬ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জ প্রতিনিধি: নাগদাহ ও শরিষাডাঙ্গা সরিষাডাঙ্গা সরকারী ওয়াপদার ক্যানালের পাশের জমিতে অবৈধভাবে ড্রেজার মেশিন বশিয়ে বালি উত্তোলন করছে বলিয়ারপুর গ্রামের মুত মনির উদ্দিনের ছেলে সিরাজ ও মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের রাজ্জাক আলী। সরেজমিনে ঘুরে দেখাযায়, চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার নাগদাহ বলিয়ারপুর গ্রামের সিরাজ দীর্ঘদিন ধরে বালি তুলে আসছে এবং সরজমিনে গিয়ে ছবি তুলে নিয়ে আসলে মোবাইল ফোনে হুমকি দিয়ে বলে আমি সাত বার জেল খেটেছি আমার কথা শুনলে কেউ পত্রিকায় সংবাদ প্রকাশ করতে সাহস পাইনা। আর লিখেও কোন লাভ নাই কারন আমি উপর মহলে মোটা অংকের টাকা দিয়ে সব ম্যানেজ করে রেখে ব্যবসা করে আসছি। এদিকে বালি উত্তোলনের কারনে রাস্তাসহ আশেপাশের আবাদি জমিগুলো ভেঙে চলে যাচ্ছে পুকুরের মধ্যে বলে গ্রামবাসী অভিযোগ করেছে। এব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছে গ্রামবাসী।