ডিবি পুলিশ পরিচয়ে অভিনব কায়দায় মোবাইল ছিনতাই চুয়াডাঙ্গা শহরে ছিনতাই আতঙ্কে পথচারীরা!
- আপলোড টাইম : ১০:২০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬
- / ৪৩১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের মাথাভাঙ্গা ব্রিজের ওপর থেকে এবং সদর উপজেলার ঐতিবাহী সরোজগঞ্জ বাজার থেকে ডিবি পুলিশ পরিচয়ে অভিনব কায়দায় মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত শনিবার বিকাল ৪টায় প্রেস মেশিনম্যান হেলপার জাহিদ নিজ বাড়ী দৌলাতদিয়াড় থেকে প্রগতি আট প্রেসে আসার পথিমধ্যে মাথাভাঙ্গা ব্রিজের ওপর কালো-ব্লু রংয়ের পালসারে দুই জন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে জাহিদ বলে তুই মার্ডার মামলার আসামী মোটরসাইকেলে উঠ! এই বলে জাহিদের কাছে থাকা নতুন স্মার্ট মোবাইল ফোনটি কেড়ে নিয়ে, থানায় আই বলে মোটরসাইকেল স্টার্ট দিয়ে চলে যায়। পরে থানায় খোজ নিয়ে ডিবি পুলিশ পরিচয় দেওয়া দু’জনের কোন খোজ পাওয়া যায়নি। অপরদিকে গতকাল সরোজগঞ্জ বাজারে পালসার মোটরসাইকেলে ২জন একই স্টাইলে সরোজগঞ্জ কালুপোল রোডে ডিপ্লোমা ওয়ার্কশপ শরিফের দোকানের ৪ কর্মচারী শাকিল, শাকিব, সজিবুল, রাজুর কাছ থেকে দুপুর দেড়টার দিকে ডিবি পুলিশ পরিচয়ে ৪জনের কাছে থাকা ৪টি মোবাইল ফোন চেক করার নাম করে অভিনব কায়দায় রাস্তা থেকে ছিনতাই করে মোটরসাইকেলে চড়ে ডিবি পুলিশ পরিচয়ধারী ছিনতাইকারীরা। ধারাবাহিক একই স্টাইলের ছিনতাই পথচারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে।