ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

তথ্য সংগ্রহে ফেইসবুকের কাছে ‘আবেদন’ বেড়েছে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬
  • / ৪০৬ বার পড়া হয়েছে

Facebook+report+shows+increase+in+data+requests+from+India

প্রযুক্তি ডেস্ক: সামাজিক নেটওয়ার্কের সর্বশেষ গ্লোবাল ‘গভার্নমেন্ট রিকোয়েস্ট রিপোর্ট’ অনুযায়ী, ২০১৬ সালের প্রথমার্ধে ভারত সরকার তথ্যের জন্য ফেইসবুককে অনুরোধ করেছিল ৬,৩২৪ বার। এই অনুরোধ আগের ৫,৫৬১ বারের তুলনায় এক চতুর্থাংশ বেড়েছে। শেষ প্রান্তিকে  প্রায় ৫৩.৫৯ শতাংশ তথ্য প্রদানে সক্ষম হয় ফেইসবুক, যা আগের প্রদত্ত তথ্যের চেয়ে ৫০ শতাংশ বেশি। ফেইসবুক এর ডেপুটি জেনারেল কাউন্সেল  ক্রিস সনডারবাই বলেন, “২০১৫ সালের শেষ অর্ধাংশে বিশ্বজুড়ে ফেইসবুক অ্যাকাউন্টের তথ্যের জন্য সরকারের কাছ থেকে করা অনুরোধের পরিমাণ প্রায় ২৭ শতাংশ বেড়ে ৪৬,৭১০ থেকে ৫৯,২২৯-তে দাঁড়িয়েছে।” এর মধ্যে প্রায় ৫৬ শতাংশ অনুরোধই এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা থেকে। ব্যবহারকারীদের না জানিয়ে এসব তথ্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রথমবারের মতো ফেইসবুক আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়ায় বৈধতা প্রাপ্তির আগ পর্যন্ত সরকারি অনুরোধে সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ রকম অনুরোধ আসলে তারা প্রাসঙ্গিক অ্যাকাউন্টের তথ্য একটি অস্থায়ী স্ন্যাপশট হিসেবে সংরক্ষণ করবে। “আমরা সংরক্ষিত রেকর্ডের কোনো তথ্য প্রকাশ করব না যতক্ষণ আমরা আনুষ্ঠানিক এবং বৈধ আইনি প্রক্রিয়ায় অনুমতি পাই। এই প্রতিবেদনে প্রকাশের আগ পর্যন্ত আমরা সংরক্ষিত ৬৭,১২৯টি অ্যাকাউন্টের জন্য ৩৮,৬৭৫টি অনুরোধ পেয়েছি।” এর মধ্যে ভারত থেকে ৮৫০টি অ্যাকাউন্টের জন্য এমন ৬০৯টি অনুরোধ এসেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম  ইন্দো- এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস)। অন্যদিকে, চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) মোট ১০টি অনুরোধের মাধ্যমে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নয়জন ব্যবহারকারীর তথ্য চাওয়া হয়েছিল। এর মধ্যে ২০ শতাংশ তথ্য ফেইসবুক কর্তৃপক্ষ সরকারকে দিয়েছে বলে তাদের সর্বশেষ ‘গভার্নমেন্ট রিকোয়েস্ট রিপোর্ট’ এ বলা হয়েছে। আগের বছর জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে বিভিন্ন দেশের সরকার ৪৬,৭৬৩ জন ব্যবহারকারীর তথ্য চেয়েছিল, পরের ছয় মাসে সেই সংখ্যা বেড়ে হয়েছে ৫৬,২২৯টি। আগের মতোই এ তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ও ভারত।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

তথ্য সংগ্রহে ফেইসবুকের কাছে ‘আবেদন’ বেড়েছে

আপলোড টাইম : ১০:১৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬

Facebook+report+shows+increase+in+data+requests+from+India

প্রযুক্তি ডেস্ক: সামাজিক নেটওয়ার্কের সর্বশেষ গ্লোবাল ‘গভার্নমেন্ট রিকোয়েস্ট রিপোর্ট’ অনুযায়ী, ২০১৬ সালের প্রথমার্ধে ভারত সরকার তথ্যের জন্য ফেইসবুককে অনুরোধ করেছিল ৬,৩২৪ বার। এই অনুরোধ আগের ৫,৫৬১ বারের তুলনায় এক চতুর্থাংশ বেড়েছে। শেষ প্রান্তিকে  প্রায় ৫৩.৫৯ শতাংশ তথ্য প্রদানে সক্ষম হয় ফেইসবুক, যা আগের প্রদত্ত তথ্যের চেয়ে ৫০ শতাংশ বেশি। ফেইসবুক এর ডেপুটি জেনারেল কাউন্সেল  ক্রিস সনডারবাই বলেন, “২০১৫ সালের শেষ অর্ধাংশে বিশ্বজুড়ে ফেইসবুক অ্যাকাউন্টের তথ্যের জন্য সরকারের কাছ থেকে করা অনুরোধের পরিমাণ প্রায় ২৭ শতাংশ বেড়ে ৪৬,৭১০ থেকে ৫৯,২২৯-তে দাঁড়িয়েছে।” এর মধ্যে প্রায় ৫৬ শতাংশ অনুরোধই এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা থেকে। ব্যবহারকারীদের না জানিয়ে এসব তথ্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রথমবারের মতো ফেইসবুক আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়ায় বৈধতা প্রাপ্তির আগ পর্যন্ত সরকারি অনুরোধে সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ রকম অনুরোধ আসলে তারা প্রাসঙ্গিক অ্যাকাউন্টের তথ্য একটি অস্থায়ী স্ন্যাপশট হিসেবে সংরক্ষণ করবে। “আমরা সংরক্ষিত রেকর্ডের কোনো তথ্য প্রকাশ করব না যতক্ষণ আমরা আনুষ্ঠানিক এবং বৈধ আইনি প্রক্রিয়ায় অনুমতি পাই। এই প্রতিবেদনে প্রকাশের আগ পর্যন্ত আমরা সংরক্ষিত ৬৭,১২৯টি অ্যাকাউন্টের জন্য ৩৮,৬৭৫টি অনুরোধ পেয়েছি।” এর মধ্যে ভারত থেকে ৮৫০টি অ্যাকাউন্টের জন্য এমন ৬০৯টি অনুরোধ এসেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম  ইন্দো- এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস)। অন্যদিকে, চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) মোট ১০টি অনুরোধের মাধ্যমে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নয়জন ব্যবহারকারীর তথ্য চাওয়া হয়েছিল। এর মধ্যে ২০ শতাংশ তথ্য ফেইসবুক কর্তৃপক্ষ সরকারকে দিয়েছে বলে তাদের সর্বশেষ ‘গভার্নমেন্ট রিকোয়েস্ট রিপোর্ট’ এ বলা হয়েছে। আগের বছর জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে বিভিন্ন দেশের সরকার ৪৬,৭৬৩ জন ব্যবহারকারীর তথ্য চেয়েছিল, পরের ছয় মাসে সেই সংখ্যা বেড়ে হয়েছে ৫৬,২২৯টি। আগের মতোই এ তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ও ভারত।