ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

নানা বাড়ি মেহেরপুর থেকে নিজ গ্রাম চুয়াডাঙ্গায় ফেরার পথে রেলক্রসিঙে বিপত্তি গলাই ওড়না পেঁচিয়ে শিশু সোহানার মর্মান্তিক মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:৫৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬
  • / ৭৮৭ বার পড়া হয়েছে

DSC09660

শহর প্রতিবেদক: পাপড়ি মেলার আগেই নিভে গেলো মা-বাবার আশার প্রদীপ। যাকে নিয়ে অনেক স্বপ্নর বীজ বুনেছিলেন তারা। আট বছর বয়সী মেয়ে সোহানা স্কুলে পরীক্ষা শেষ লম্বা ছুটি নানার বাড়ী যেতে হবে আনন্দয় আত্মহারা। পিতা মাতার সাথে সোহানা নানার বাড়ী মেহেরপুর থেকে নিজ গ্রামে ফেরার পথে চুয়াডাঙ্গা রেল ক্রসিং কাছে অটো ভ্যানের চাকায় ওড়না পেছিয়ে গলা কেটে ১ম শ্রেণীর ছাত্রী সোহানার মর্মান্তিক মৃত্যু হয়। এই  হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার বেলা আনুমানিক ৩টার দিকে। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বোয়ালিয়া মাঠ পাড়ার সোবারেক হোসেনের মেয়ে ১ম শ্রেনির ছাত্রী সোহানা (৮) স্কুল ছুটির থাকার সুযোগে তিন দিন আগে মা বাবাকে সাথে নিয়ে নানার বাড়ি মেহেরপুরে বেড়াতে যায়। গতকাল বাড়ি ফেরার পথে চুয়াডাঙ্গা শহরের রেল ক্রসিংয়ের কাছে ইজিবাইকের চাকায় গলার ওড়না পেঁচিয়ে ঘটে বিপত্তি। ঘটনাস্থলেই গলা দি¦খন্ডিত হয়ে মৃত্যু হয় নাবালিকা সোহানার। একমাত্র মেয়ের মর্মান্তিক মৃত্যুর দৃশ্য সচক্ষে দেখে কিছুতে মেনে নিতে পারছেনা মা-বাবা। এই ঘটনার পরথেকে সোহানার মা ও বাবা জ্ঞান হারাচ্ছেন। দু’জনই সদর হাসপাতালে চিকিৎসাধিন। সোহানার মর্মান্তিক এই মৃত্যুর খবর নিজ গ্রামে পৌছালে পরিবার ও গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া। স্বজন ও প্রতিবেশীদের বাধঁভাঙ্গা আত্মনাদে এলাকার আকাশ বাতাশ ভারি হয়ে উঠেছে। এ বিষয়ে চুয়াডাঙ্গার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সোহানা খাতুনের গলার জরজেটের ওড়নাটি অসাবধানতায় ইজিবাইকের ভিতরে মোটরের সাথে পেঁচিয়ে যায়। এতে সোহানা খাতুনের মাথা ও শরীর ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এঘটনা পর থেকেই ইজিবাইকের চালকের কোন খোজ নাই। তবে এ ঘটনায় চালকের কোন সংশ্লিষ্টতা নাই।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

নানা বাড়ি মেহেরপুর থেকে নিজ গ্রাম চুয়াডাঙ্গায় ফেরার পথে রেলক্রসিঙে বিপত্তি গলাই ওড়না পেঁচিয়ে শিশু সোহানার মর্মান্তিক মৃত্যু

আপলোড টাইম : ০২:৫৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬

DSC09660

শহর প্রতিবেদক: পাপড়ি মেলার আগেই নিভে গেলো মা-বাবার আশার প্রদীপ। যাকে নিয়ে অনেক স্বপ্নর বীজ বুনেছিলেন তারা। আট বছর বয়সী মেয়ে সোহানা স্কুলে পরীক্ষা শেষ লম্বা ছুটি নানার বাড়ী যেতে হবে আনন্দয় আত্মহারা। পিতা মাতার সাথে সোহানা নানার বাড়ী মেহেরপুর থেকে নিজ গ্রামে ফেরার পথে চুয়াডাঙ্গা রেল ক্রসিং কাছে অটো ভ্যানের চাকায় ওড়না পেছিয়ে গলা কেটে ১ম শ্রেণীর ছাত্রী সোহানার মর্মান্তিক মৃত্যু হয়। এই  হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার বেলা আনুমানিক ৩টার দিকে। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বোয়ালিয়া মাঠ পাড়ার সোবারেক হোসেনের মেয়ে ১ম শ্রেনির ছাত্রী সোহানা (৮) স্কুল ছুটির থাকার সুযোগে তিন দিন আগে মা বাবাকে সাথে নিয়ে নানার বাড়ি মেহেরপুরে বেড়াতে যায়। গতকাল বাড়ি ফেরার পথে চুয়াডাঙ্গা শহরের রেল ক্রসিংয়ের কাছে ইজিবাইকের চাকায় গলার ওড়না পেঁচিয়ে ঘটে বিপত্তি। ঘটনাস্থলেই গলা দি¦খন্ডিত হয়ে মৃত্যু হয় নাবালিকা সোহানার। একমাত্র মেয়ের মর্মান্তিক মৃত্যুর দৃশ্য সচক্ষে দেখে কিছুতে মেনে নিতে পারছেনা মা-বাবা। এই ঘটনার পরথেকে সোহানার মা ও বাবা জ্ঞান হারাচ্ছেন। দু’জনই সদর হাসপাতালে চিকিৎসাধিন। সোহানার মর্মান্তিক এই মৃত্যুর খবর নিজ গ্রামে পৌছালে পরিবার ও গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া। স্বজন ও প্রতিবেশীদের বাধঁভাঙ্গা আত্মনাদে এলাকার আকাশ বাতাশ ভারি হয়ে উঠেছে। এ বিষয়ে চুয়াডাঙ্গার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সোহানা খাতুনের গলার জরজেটের ওড়নাটি অসাবধানতায় ইজিবাইকের ভিতরে মোটরের সাথে পেঁচিয়ে যায়। এতে সোহানা খাতুনের মাথা ও শরীর ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এঘটনা পর থেকেই ইজিবাইকের চালকের কোন খোজ নাই। তবে এ ঘটনায় চালকের কোন সংশ্লিষ্টতা নাই।