চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী খলিলের বিরুদ্ধে আইনভঙ্গের অভিযোগ জেলা প্রশাসক বরাবর ব্যবস্থা গ্রহনের জন্য লিখিত আবেদন
- আপলোড টাইম : ০২:৪৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬
- / ৩৬৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদের প্রার্থী খলিলুর রহমানের বিরুদ্ধে নির্বাচনী আইন ভঙ্গের অবিযোগ তুলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর খলিলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য লিখিত আবেদনপত্র জমা দিয়েছেন একই ওয়ার্ডের সাধারণ সদস্য পদের প্রার্থী হাসেম মাহমুদ। জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগপত্রে হাসেম মাহমুদ উল্লেখ করেছেন, আগামী ২৮ ডিসেম্বর ২০১৬ইং রোজ বুধবার চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে। আমি ৭নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমার প্রতিপক্ষ একই ওয়ার্ডের সদস্য প্রার্থী মো: খলিলুর রহমান, পিতা : আকবার আলী, গ্রাম : কৃষ্ণপুর, ডাকঘর : মুন্সিগঞ্জ, উপজেলা : আলমডাঙ্গা, জেলা : চুয়াডাঙ্গা। তিনি বর্তমানে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির আলমডাঙ্গা জোনাল অফিসের ৪নং এলাকা পরিচালক পদে বহাল থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন। যাচাই বাছাই পূর্বে উক্ত পদ থেকে পদত্যাগ করেনি। কোন জন প্রতিনিধি স্বপদে বহাল থেকে অন্য কোন নির্বাচনে অংশগ্রহণ নির্বাচনী সংবিধান পরিপন্থী। বিধায় এই বিষয়ে সুষ্ঠু তদন্ত হওয়া একান্ত প্রয়োজন। এবিষয়ে ৭নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদের প্রার্থী খলিলুর রহমান জনান, আমি মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির আলমডাঙ্গা জোনাল অফিসের ৪নং এলাকা পরিচালক পদে একণ বহাল নেই। আমি কোন নির্বাচনী আইন ভঙ্গ করেনি।