ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

দশমাইল কলেজ রোডে মাঠের মধ্যে বড় ব্রীজের বেহালদশা দুর্ভোগে জনসাধারন : কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:৫৪:০২ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬
  • / ৪১১ বার পড়া হয়েছে

dsd

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের জীবনা পাসখালি সড়কের একমাত্র কালভার্ট ব্রীজটি ভেঙ্গে পড়েছে। কালভাটর্টি দীর্ঘদিন ধরে ভেঙ্গে পানি প্রবাহিত হওয়া মুখ মাটির নিচে পুতে থাকার ফলে বদরগঞ্জ, আসাননগর, ভুলটিয়া ও জীবনার মাঠের বর্ষার মৌসুমের পানি পাসখালি প্রবেশ সড়কের ওপর দিয়ে প¬াবতি হয়। ওই সময় ঝিনাইদহের বঙ্কিরা, ধোপাবিলা, গোবিন্দপুর ও চুয়াডাঙ্গার জীবনা গ্রামের চলাচল জনসাধারণ মানুষেরা পড়ে দূর্ভোগের মুখে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, কুতুবপুর ইউনিয়নের বদরগঞ্জ, দশমী, জীবনা ও ঝিনাইদহের রাঙ্গাপোতা, মাটিকুমরা বিলের মাঠের পানি নিষ্কাশনের জন্য জীবনা – বঙ্গিরা সড়কের পাসখালি নামকস্থানে ১৯৮৯ সালের দিকে একটি কালভার্ট ব্রীজ নিমার্ণ করা হয়। গতকয়েক বছরের বর্ষার বর্ষণের পানি মাঠের প¬াবতি হয়ে কালভার্টের  দুই দিকের প¬ান পাখা ভেঙ্গে পড়ে মাটির সাথে ভরাট হয়ে গেছে। যার ফলে বর্ষার বর্ষণের পানি কালভার্ট ব্রীজ দিয়ে পানি বেরতে না পেয়ে রাস্তার ওপর দিয়ে প্রবাহিত হয়ে এলাকায় জলাবদ্ধা সৃষ্টি হয়। জীবনা ও বঙ্কিরা সড়কের চলাচল জনসাধারণ ও এলাকাবাসির দাবি চুয়াডাঙ্গার জীবনার পাসখালি রাস্তার প্রবেশ মুখে একটি ব্রীজ নিমার্ণ করা হোক বলে জোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দশমাইল কলেজ রোডে মাঠের মধ্যে বড় ব্রীজের বেহালদশা দুর্ভোগে জনসাধারন : কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

আপলোড টাইম : ০২:৫৪:০২ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬

dsd

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের জীবনা পাসখালি সড়কের একমাত্র কালভার্ট ব্রীজটি ভেঙ্গে পড়েছে। কালভাটর্টি দীর্ঘদিন ধরে ভেঙ্গে পানি প্রবাহিত হওয়া মুখ মাটির নিচে পুতে থাকার ফলে বদরগঞ্জ, আসাননগর, ভুলটিয়া ও জীবনার মাঠের বর্ষার মৌসুমের পানি পাসখালি প্রবেশ সড়কের ওপর দিয়ে প¬াবতি হয়। ওই সময় ঝিনাইদহের বঙ্কিরা, ধোপাবিলা, গোবিন্দপুর ও চুয়াডাঙ্গার জীবনা গ্রামের চলাচল জনসাধারণ মানুষেরা পড়ে দূর্ভোগের মুখে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, কুতুবপুর ইউনিয়নের বদরগঞ্জ, দশমী, জীবনা ও ঝিনাইদহের রাঙ্গাপোতা, মাটিকুমরা বিলের মাঠের পানি নিষ্কাশনের জন্য জীবনা – বঙ্গিরা সড়কের পাসখালি নামকস্থানে ১৯৮৯ সালের দিকে একটি কালভার্ট ব্রীজ নিমার্ণ করা হয়। গতকয়েক বছরের বর্ষার বর্ষণের পানি মাঠের প¬াবতি হয়ে কালভার্টের  দুই দিকের প¬ান পাখা ভেঙ্গে পড়ে মাটির সাথে ভরাট হয়ে গেছে। যার ফলে বর্ষার বর্ষণের পানি কালভার্ট ব্রীজ দিয়ে পানি বেরতে না পেয়ে রাস্তার ওপর দিয়ে প্রবাহিত হয়ে এলাকায় জলাবদ্ধা সৃষ্টি হয়। জীবনা ও বঙ্কিরা সড়কের চলাচল জনসাধারণ ও এলাকাবাসির দাবি চুয়াডাঙ্গার জীবনার পাসখালি রাস্তার প্রবেশ মুখে একটি ব্রীজ নিমার্ণ করা হোক বলে জোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।