চুয়াডাঙ্গার ছয় গুণীজন পেলেন অনন্য অবদানের জন্য বিশেষ সম্মাননা
- আপলোড টাইম : ০২:৫২:০০ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬
- / ৪৪৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিরেবদক: দৈনিক সময়ের সমীকরণ এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গত রবিবার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য এই অঞ্চলের ৬জন গুনী মানুষকে সম্মাননা জানানো হয়। এঁদের মধ্যে রাজনীতি ও সমাজ সেবায় অসামান্য অবদানের জন্য চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের মাননীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় প্রবীন শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা নিমাই পদ সিংহ রায়, সুদীর্ঘ ৫০ বছর সুনামের সাথে সাংবাদিকতা করায় প্রবীন সাংবাদিক মাহাতাব উদ্দীন স্যার, শিক্ষার প্রসারে অবদান রাখায় অধ্যাপক সিদ্দিকুর রহমান, খেলাধূলা তথা ক্রীড়ার প্রসারে অসামান্য অবদানের জন্য সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু এবং সামাজিক দায়বদ্ধতায় অনন্য দৃষ্টান্ত স্থাপনের জন্য সাহিদ গ্রুপের চেয়ারম্যান হাজী সাহিদুজ্জামান টরিককে এই পত্রিকার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দসহ দৈনিক সময়ের সমীকরণ এর প্রদান উপদেষ্টা রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, ভারপ্রাপ্ত সম্পাদক আশরাফুল ইসলাম শ্যামল, বার্তা সম্পাদক হুসাইন মালিক ৬ গুনীজনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।