দামুড়হুদার বিষ্ণুপুর গ্রামের মাঠ থেকে কাঠমিস্ত্রির মৃতদেহ উদ্ধার
- আপলোড টাইম : ০২:৩৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬
- / ২৯৯ বার পড়া হয়েছে
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার বিষ্ণপুর গ্রামের মাঠে সামসুল ইসলাম (৫৫) নামে এক কাঠমিস্ত্রির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দামুড়হুদা মডেল থানার পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। সামসুল ময়মনসিংহ জেলার ভালুকা থানার তামিয়াদী গ্রামের মৃত ফয়জদ্দীন মাতব্বরের ছেলে। সহকর্মীদের উদ্ধৃতি দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা দামুড়হুদা মডেল থানার এসআই খায়রুল বলেন, মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে সামসুল ইসলাম গ্রামের ভাই মারা খালের নিকট বিল মাঠের মধ্যে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে যায়। এরপর সে আর ফিরে আসেনি। দীর্ঘ সময় সে না ফেরায় সহকর্মীরা তাকে খুজতে গিয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে। এসময় এলাবাসীর সহযোগীতায় তারা দামুড়হুদা মডেল থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়না তদন্ত শেষে লাশ তার বিকেলে নিকট আত্মীয়ের কাছে হস্তান্তর করা হয়। সামসুল ইসলাম ১০-১২ দিন আগে সহকর্মীদের নিয়ে দামুড়হুদা উপজেলার বিষ্ণপুর গ্রামে কাঠমিস্ত্রির কাজ করতে আসেন। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু তা ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। তবে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।