আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত সন্দেহে গ্রেফতার ৯
- আপলোড টাইম : ০৪:০৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬
- / ৮৫২ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: গতকাল আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে আলমডাঙ্গা কাচাবাজার এলাকা থেকে সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত সন্দেহে ৯জনকে গ্রেফতার করে। জানা যায়, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন, এসআই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার হাউসপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে ইমরান, মৃত লিয়াকতের ছেলে দিপু, গোবিন্দপুর গ্রামের রবিউলের ছেলে রনি, বাবুপাড়ার মনিরুল ইসলামের ছেলে সোহাগ, গোবিন্দপুর গ্রামের রফিকুলের ছেলে শাহাব উদ্দিন, এরশাদপুর গ্রামের দুলাল উদ্দিনের ছেলে সাইফুল, থানাপাড়ার সোহেল শেখের ছেলে লিংকন, ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামের রকিব উদ্দিনের ছেলে আবীর ও মাধবপুর গ্রামের আতিয়ারের ছেলে উজ্জ্বলকে সন্ত্রাসী কার্যকলাপ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার সন্দেহে আটক করে থানায় নিয়ে আসে। আজ তাদের চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হবে।