আলমডাঙ্গা ব্রাইট মডেল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপলোড টাইম : ০৪:০০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬
- / ৭৫৭ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: গতকাল সকাল ১০টার দিকে আলমডাঙ্গা ব্রাইট মডেল স্কুলের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান শহীদ মিনার চত্বরে জাকজমকের সহিত অনুষ্ঠিত হয়েছে। ব্রাইট মডেল স্কুলের প্রতিষ্ঠাতা, পরিচালক ও চেয়ারম্যান জাকারিয়া হিরো’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুর রশীদ, ডাউকি ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক. সাবেক কৃষি ব্যাংক ব্যবস্থাপক আবেদ আলী খান, শিক্ষানুরাগী আজিজুল হক, মোহাম্মদ আলী খান। এম,এস জোহা কলেজের প্রভাষক এ,কে,এম ফারুকের উপস্থাপনায় বক্তব্য রাখেন শিক্ষক ফকরুল আলম, ওবাইদুল আজাদ, গোলাম মোস্তাকিম, লাল মোহাম্মদ, শরিফুল ইসলাম, আসাদুল হক প্রমূখ। আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও ক্লাসওয়ারী কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। পুরস্কার বিতরণ শেষে এক মনজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।