গাংনী একাত্তর সম্মেলন পরিষদের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপলোড টাইম : ০৩:৫৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬
- / ৩৪৩ বার পড়া হয়েছে
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে একাত্তর সম্মেলন পরিষদের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় গাংনী অডিটোরিয়ামে এ আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। একাত্তর সম্মিলন পরিষদের আহবায়ক মেহেরপুর সরকারী কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুজিবনগর সরকারী কলেজের প্রফেসর স্বপন কুমার রায়। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট কথা সাহ্যিতিক রফিকুর রশীদ রিজভী। বিশেষ অতিথি ছিলেন এ্যাডভোকেট একেএম শফিকুল আলম, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সিরাজুল ইসলাম, ওয়ার্কাস পাটির জেলা সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মাবুদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী, মুজিবনগর সরকারী কলেজের প্রভাষক মোরাদ হোসেন, গাংনী উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মহিবুর রহমান মিন্টু, গাংনী প্রেস ক্লাবের সভাপতি রমজান আলী, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, প্রভাষক সালাউদ্দীন ও একাত্তর সম্মিলন পরিষদের সদস্য সবুক্তগীন মাহমুদ পলাশ ও নকীম উদ্দীন প্রমুখ। এর আগে প্রথম অধিবেশনে রচনা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন গাংনী প্রেস ক্লাবের সভাপতি রমজান আলী।