দামুড়হুদায় ভিক্ষুকদের মাঝে সহায়ক উপকরন বিতরনকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক পর্যায়ক্রমে সকল ভিক্ষুককে কর্মসংস্থানের মাধ্যমে পূর্নবাসন করা হবে
- আপলোড টাইম : ১২:৪৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০১৬
- / ৩৪৮ বার পড়া হয়েছে
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলাকে ভিক্ষুক মুক্ত করার লক্ষে উপজেলার ভিক্ষুকদের মাঝে সহায়ক উপকরণ বিতরন করা হয়েছে। গত বুধবার বিকালে চুয়াডাঙ্গা জেলা প্রসাশক সায়মা ইউনুস প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সহায়ক উপকরণ বিতরন করেন। দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে, উপজেলা প্রশাসনের বাস্তবায়নে, উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, উপজেলা কৃষি অফিসার সুফি মোহাম্মদ রফিকুজ্জামান, উপজেলা মহিলা ভাই চেয়ারম্যান ছালমা জাহান পারুল, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন। আরো উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার শাহা ও প্রাথমিক শিক্ষা অফিসার নুর জাহান। প্রধান অতিথি ৩০জন ভিক্ষুকের হাতে, ধান, ছাগল, মুরগীসহ বিভিন্ন সহায়ক উপকরণ তুলে দেন। প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার ভিক্ষুকদের কর্মসংস্থান ও পূণবাসনের লক্ষে নানামুখি পদক্ষেপ হাতে নিয়েছে। ইতিমধ্যে সরকার নির্ধারিত ১০টাকা কেজি দরে চাল দেওয়া শুরু করেছে। এ ছাড়াও ভিজিএফ ভিজিডি চাল দেওয়া হচ্ছে। পর্যায় ক্রমে সকল ভিক্ষুককে কর্মসংস্থানের মাধ্যমে পূর্ণবাসন করা হবে। এসময় তিনি এলাকার বিত্তবানদেরকে এলাকা থেকে ভিক্ষুক মুক্ত করার লক্ষে সহায়তা করার আহবান জানান।