ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

কেরু চিনিকল এলাকায় আখের মূল্য বৃদ্ধিসহ ১১দফা দাবীতে গোবিন্দপুরে আখচাষীদের সমাবেশ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:৪৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০১৬
  • / ৪১১ বার পড়া হয়েছে

eAv

দর্শনা অফিস: কেরু চিনিকল এলাকায় আখের মূল্য বৃদ্ধিসহ ১১দফা দাবী আদায়ের লক্ষ্যে কেরুজ মিলসগেট আওতাধীন আখচাষীদের আন্দোলন অব্যাহত রয়েছে। দাবী আদায় না হওয়া পর্যন্ত চাষীরা ঘরে ফিরবে না এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে গোবিন্দপুর মসজিদের সামনে দর্শনা আখচাষী কল্যাণ সংস্থার ৩২নং ইউনিটের চাষীরা সমাবেশ করেছে। কেরুজ চিনিকল মিলগেটস আওতাধীন বিশিষ্ট আখচাষী ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল বারি, হাজী নজরুল ইসলাম ও আশরাফ আলী, সাংগাঠনিক সম্পাদক আঁখচাষী ওহিদুজ্জামান এর পরিচালনায় সমাবেশে আরোও উপস্থিত ছিলেন, আব্দুল মান্নান, মেছের আলী, আব্দুল কুদ্দুস, লাল্টু, হাফিজুল ইসলাম, বদর উদ্দিন, আব্দুল আজিজ, আবু সাইদ, ফজলুল হক, আরিফ, ইন্তাজ আলী প্রমূখ। বক্তারা দাবী করে বলেন, চাষীদের কর্তনকৃত ঢলতার চার বছরের পাওনার ১৬ লাখ টাকা পরিশোধ করতে হবে। সেই সাথে চলতি মাড়াই মৌসুমে প্রতিমন আঁখের মূল্য ১শত ৫০ টাকা দিতে হবে। ই-পুর্জি ব্যবস্থা বাতিল, চাষীদের আঁখ বিক্রির টাকা শিওর ক্যাশে নয়, নগদে মিলস গেইট থেকে পরিশোধ করাসহ ১১ দফা দাবী পূরণ করতে হবে। দাবী না মানলে আখচাষীরা কেরুজ চিনিকল চত্ত্বরে অনশন ধর্মঘটসহ কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুশিয়ারী দেন। ইতোমধ্যেই অনেক আঁখচাষী অভিযোগ করেছেন, চলতি মাড়াই মৌসুমে সরবরাহকৃত আঁখের মূল্য পরিশোধে গাড়ি প্রতি আঁখের বিপরীতে ৩০টাকা থেকে ৫০টাকা কম দেওয়া হচ্ছে। টাকা কম দেওয়ার বিষয়ে ভাউচারে কোন কিছু লেখা না থাকায় চাষীদের জিজ্ঞাসা, কি বাবদে টাকা কেটে রাখা হচ্ছে ? এ সমাবেশে এলাকার অসংখ্য আঁখচাষী উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

কেরু চিনিকল এলাকায় আখের মূল্য বৃদ্ধিসহ ১১দফা দাবীতে গোবিন্দপুরে আখচাষীদের সমাবেশ

আপলোড টাইম : ১২:৪৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০১৬

eAv

দর্শনা অফিস: কেরু চিনিকল এলাকায় আখের মূল্য বৃদ্ধিসহ ১১দফা দাবী আদায়ের লক্ষ্যে কেরুজ মিলসগেট আওতাধীন আখচাষীদের আন্দোলন অব্যাহত রয়েছে। দাবী আদায় না হওয়া পর্যন্ত চাষীরা ঘরে ফিরবে না এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে গোবিন্দপুর মসজিদের সামনে দর্শনা আখচাষী কল্যাণ সংস্থার ৩২নং ইউনিটের চাষীরা সমাবেশ করেছে। কেরুজ চিনিকল মিলগেটস আওতাধীন বিশিষ্ট আখচাষী ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল বারি, হাজী নজরুল ইসলাম ও আশরাফ আলী, সাংগাঠনিক সম্পাদক আঁখচাষী ওহিদুজ্জামান এর পরিচালনায় সমাবেশে আরোও উপস্থিত ছিলেন, আব্দুল মান্নান, মেছের আলী, আব্দুল কুদ্দুস, লাল্টু, হাফিজুল ইসলাম, বদর উদ্দিন, আব্দুল আজিজ, আবু সাইদ, ফজলুল হক, আরিফ, ইন্তাজ আলী প্রমূখ। বক্তারা দাবী করে বলেন, চাষীদের কর্তনকৃত ঢলতার চার বছরের পাওনার ১৬ লাখ টাকা পরিশোধ করতে হবে। সেই সাথে চলতি মাড়াই মৌসুমে প্রতিমন আঁখের মূল্য ১শত ৫০ টাকা দিতে হবে। ই-পুর্জি ব্যবস্থা বাতিল, চাষীদের আঁখ বিক্রির টাকা শিওর ক্যাশে নয়, নগদে মিলস গেইট থেকে পরিশোধ করাসহ ১১ দফা দাবী পূরণ করতে হবে। দাবী না মানলে আখচাষীরা কেরুজ চিনিকল চত্ত্বরে অনশন ধর্মঘটসহ কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুশিয়ারী দেন। ইতোমধ্যেই অনেক আঁখচাষী অভিযোগ করেছেন, চলতি মাড়াই মৌসুমে সরবরাহকৃত আঁখের মূল্য পরিশোধে গাড়ি প্রতি আঁখের বিপরীতে ৩০টাকা থেকে ৫০টাকা কম দেওয়া হচ্ছে। টাকা কম দেওয়ার বিষয়ে ভাউচারে কোন কিছু লেখা না থাকায় চাষীদের জিজ্ঞাসা, কি বাবদে টাকা কেটে রাখা হচ্ছে ? এ সমাবেশে এলাকার অসংখ্য আঁখচাষী উপস্থিত ছিলেন।