চুয়াডাঙ্গা পুলিশের বিশেষ অভিযানে সর্বমোট গ্রেফতার ৩০০
- আপলোড টাইম : ১২:৪২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০১৬
- / ৩১৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পুলিশের বিশেষ অভিযানে এপর্যন্ত ৩০০জন গ্রেফতার করেছে পুলিশ। গতকাল চুয়াডাঙ্গা, দামুড়হুদা, জীবননগর ও আলমডাঙ্গায় পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে ১০পিচ ইয়াবা ট্যাবলেট, ১০ বোতল ফেনসিডিল, ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ মোট ২৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ইং ০১/১২/২০১৬ তারিখ রাত্র ০০.০১ঘটিকা হতে ০৭(সাত) দিন ব্যাপি বিশেষ পুলিশী অভিঙান চলাকালীন ইং ০১/১২/২০১৬ তারিখ হতে ইং ০৮/১২/২০১৬ তারিখ সকাল ৬.০০ঘটিকা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় ৩জন সাজাপ্রাপ্ত আসামীসহ সর্বমোট ৩০০জন গেফতার ২টি শাটার গান, ৬রাউন্ড গুলি, ২৬১ বোতল ফেন্সিডিল, ১৩৬ পিচ প্যাথোডিন ইনজেকশন, ১৫৮ পুরিয়া হিরোইন, ২১১পুরিয়া গাঁজা ও ৮৭০ গ্রাম গাঁজা পরিত্যাক্ত, ৫ লিটার চোলাই মদ, ৫টি বোমা সাদৃশ্য বস্তু, ৯৩০ গ্রাম রুপা, ৩০০ পিচ ভারতীয় শাড়ী, ৩টি মটর সাইকেল, ২ লিটার তাড়ি, ৩টি গরু, ১টি আলমসাধু, ১টি মোবাইলসহ ১টি সিম কার্ড উদ্ধার হয়।