চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান শেষ ৭ দিনে গ্রেফতার ২৭৬
- আপলোড টাইম : ০১:৪২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০১৬
- / ৩৩৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে গত ১ ডিসেম্বর থেকে গতকাল ৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত সর্বমোট গ্রেফতার ২৭৬জন এবং ১ডিসেম্বর রাত ১টা থেকে ৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ২টি শাটার গান, ৬রাউন্ড গুলি, ২৫১ বোতর ফেন্সিডিল, ১২৬ পিচ প্যাথোডিন ইনজেকশন, ১৫৮ পুরিয়া হিরোইন, ২১১ পুরিয়া গাঁজা ও ৩৭০ গ্রাম গ৭াজা, ১৫ গ্রাম গ৭াজা পরিত্যাক্ত, ০৫লিটার চোরাই মদ, ০৫টি বোমা সার্দশ্য বস্তু, ৯৩০ গ্রাম রুপা, ৩০০ পিচ ভারতীয় মাড়ী, ০৩টি মটর সাইকেল, ২লিটার তাড়ি, ৩টি গরু, ২টি আলমসাধু, ১টি মোবাইলসহ ১টি সিম কার্ড উদ্ধারও করে পুলিশ। ৬ ডিসেম্বর থেকে ভোর ৬টা হতে ৭ ডিসেম্বর পর্যন্ত মোট গ্রেফতার ৩৭ জন এবং ৬ ডিসেম্বর থেকে ভোর ৬টা হতে ৭ ডিসেম্বর পর্যন্ত ১টি দেশীয় তৈরী ওয়ান শাটারগান, ১রাউন্ড গুলি এবং ২লিটার তাড়ি, ৯৯ বতল ফেন্সিডিল, ৪৮ পুরিয়া হিরোইন, ১৭৫ গ্রাম ঘ৭াজা, ৩টি গরু, ১টি আলমসাধু, ১টি মোবাইলসহ ১টি সিম কার্ড উদ্ধার করা করে বলে জানা গেছে।