শিরোনাম:
বারাদী পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে ৬ জুয়াড়ী আটক
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০১:০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০১৬
- / ৪২৫ বার পড়া হয়েছে
বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদরের পুরাতন দরবেশপুর গ্রাম থেকে জুয়া খেলা অবস্থায় ৬জন জুয়াড়ীকে জুয়া খেলার সরঞ্জামসহ হাতেনাতে আটক করেছে বারাদী ক্যাম্প পুলিশ। গত রবিবার রাত আনুমানিক ৮টার দিকে পুরাতন দরবেশপুর গ্রামের মৃত জব্বারের ছেলে শফিকুলের বাড়ীর মুরগীর খামারে জুয়া খেলছিল। গোপন সংবাদের ভিত্তিতে বারাদী ক্যাম্প ইনচার্জ এসএই বাবলু মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাতেনাতে ছয়জনকে গ্রেফতার করে। আসামীরা হলো সিংহাটি পুর্বপাড়ার মৃত ইউসুফের ছেলে মিঠুন (২০) নতুন দরবেশপুর গ্রামের হিম চাদের ছেলে আজিজুল ৩০) একই গ্রামের মৃত মারফতের ছেলে হাবিবুর (৩৫) ফয়েজ আলীর ছেলে আজিবার (৩৫) নুরু ফকিরের ছেলে মহাম্মদ (৩০) ও খাইরুলের ছেলে সালাউদ্দীন (৩১)। পরে আটককৃতদের থানা কাষ্টডিতে প্রেরণ করা হয়।
ট্যাগ :