দীর্ঘ ৮মাস পর দর্শনার আলোচিত রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই করা উদ্ভিদ সংগনিরোধের দ্বিতল ভবন আবার উদ্বোধন
- আপলোড টাইম : ১২:৫২:২১ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০১৬
- / ৪৮৩ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভা সংলগ্ন কৃষি অধিদপ্তরের অধিনে উদ্ভিদ সংগনিরোধ এর ল্যাবরেটারি ভবনের গতকাল পূন: উদ্বোধন করা হলো। দীর্ঘ ৮মাস পর কাজের পুন: উদ্বোধন করেন কৃষি অধিদপ্তরের প্রকল্প পরিচালক মোহাম্মদ আলী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, কনসালটেন্ট আহসান উল্লাহ। প্রকল্প পরিচালক মোহাম্মদ আলী সাংবাদিকদের জানান, গত ০৬ এপ্রিল ২০১৬ ইং তারিখে ভবনটিতে রডের বদলে বাঁশের ব্যবহার এর অভিযোগ পাওয়া গেলে ভবন নির্মাণের কাজ বন্ধ করে তদন্ত টিম গঠন করা হয়। দীর্ঘ তদন্তের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ঠিকাদারকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। দীর্ঘ ৮মাস পর নতুন টেন্ডারের মাধ্যমে ঢাকা মিরপুরস্থ মাস্তুরা এন্টারপ্রাইজের মাধ্যমে বাকি কাজটি আগামী ৬মাসের মধ্যে ১কোটি ৪০লক্ষ টাকা ব্যয়ে সমাপ্ত হবে। এসময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি এবং জনগনকে সার্বিক সাহায্য সহযোগীতা করার জন্য আহ্বান করেন। উল্লেখ্য, গত ৬এপ্রিল ২০১৬ ইং তারিখে ভবনটির নির্মাণ কাজ চলাকালীন সময়ে রডের সাথে বাঁশের ব্যবহার দেখে এলাকাবাসী ফুসে উঠে বাঁশ ব্যাবহারের অংশটি ভেঙ্গে দেয়। বিষয়টি অনলাইন ও দৈনিক পত্রিকায় প্রকাশিত হলে উর্দ্ধত্বন কর্মকর্তাদের টনক নড়ে। ফলে দফায় সরকারের বিভিন্ন দপ্তর থেকে ৬/৭টি তদন্ত টিম এসে ভবনটি পরিদর্শন করে পরীক্ষা নিরিক্ষা করে আবার পূনরায় ভবনের কাজ শুরু হলো।