চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আহ্বায়ক সিজারের গ্রেফতারের প্রতিবাদে জেলা ছাত্রদলের যৌথ বিবৃতি
- আপলোড টাইম : ০১:২৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০১৬
- / ৩০১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক শরিফ-উজ-জামান সিজারের গ্রেফতারের প্রতিবাদে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ এক পৃথক পৃথক বিবৃতি প্রদান করেছে। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য এম এ তালহা, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মুনজুরুল জাহিদ, যুগ্ম-আহবায়ক খম ইউসুফ, যুগ্ম-আহবায়ক সোহেল আহমেদ মালিক সুজন এক যৌথ বিবৃতে জানিয়েছে, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার সংগ্রামী যুগ্ম-আহ্বায়ক মুঞ্জুরুল জাহিদ তার বিবৃতি বলেন কেন্দ্রীয় সংসদেরসহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের আহ্বায়ক জনাব শরিফুজ্জামান সিজার, যুগ্ম-আহ্বায়ক জেডএম তৌফিক খান, সদস্য শফিকুল আজম ডালিমসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দকে গতকাল রাত্রে বাড়ি বাড়ি অভিযান চালিয়ে আইন শৃঙ্খলা বাহিনী মিথ্যা মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আটককৃত নেতৃবৃন্দকে অভিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জেল জুলুম ও হুলিয়াকে পরোয়া করে না। তাই বাংলাদেশে জাতীয়তাবদী ছাত্রদল তীবৃ আন্দলন ও আইনী প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যেক নেতা কর্মীকে মুক্ত করে আনবে ইনশাল্লাহ। অপরদিকে, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ফিরোজ সরোয়ার রোমান, যুগ্ম-আহবায়ক জাহিদ মো: রাজীব খান, যুগ্ম-আহবায়ক শাহজাহান খান ও যুগ্ম-আহবায়ক মোমিনুর রহমান মোমিন এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, অবৈধ সরকারের নিয়ন্ত্রিত আওয়ামী বাহিনীতে পরিনত হওয়া বতর্মান প্রশাসন বিভাগের হয়রানি নিপীড়ন নির্যাতন দূর্ভাগ্যজনকভাবে অব্যহত রয়েছে। গতকাল গভীর রাতে জেলা ছাত্রদলের আহ্বায়ক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান সিজার কে তার বাগান পাড়াস্থ বাসা থেকে পুলিশের একটি বিশেষ টিম গ্রেফতার করে। বাংলাদেশের গর্বিত প্রশাসন বিভাগের এহেন একচোখা নীতির তীব্র সমালোচনা ও অবৈধভাবে গ্রেফতারের কঠোর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে জেলা ছাত্রদল। বর্তমান সরকারের জন ভিত্তি নাই, ক্ষমতা অপসারণে সর্বদা ভীত সন্ত্রস্ত তাই পুলিশি নির্ভরতা আর বিরোধী মতের দমন-পীড়ন এই হচ্ছে আওয়ামী দু:শাসনের ফ্যাসিবাদী চরিত্রের প্রকৃত রূপ। এভাবে গনতন্ত্র কে হরণ করে জনমতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বেশী দিন ক্ষমতা আঁকড়ে থাকা যায় না। জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ তাদের বিবৃতিতে অনতিবিলম্বে গ্রেফতারকৃত ছাত্রনেতা শরিফুজ্জামান সিজারের নি:শর্ত মুক্তির দাবী জানান সেই সাথে অবৈধ সরকারের প্ররোচনায় আর কোন ছাত্রদলের নেতা-কর্মীকে হয়রানি না করার জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ করেন।