চুয়াডাঙ্গা দামুড়হুদার দলিয়ারপুরে মধ্যরাতে মুখোশধারি ডাকাতদলের হানা প্রতিবাদে বোমার বিস্ফোরণ : দেশীয় অস্ত্রের কোপে জখম ২ অস্ত্রের মুখে জিম্মি করে সোনারগয়নাসহ নগদ টাকা লুট : ডাকাতদলের পলায়ন
- আপলোড টাইম : ১২:২৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০১৬
- / ৩৭৪ বার পড়া হয়েছে
ঘটনাস্থল থেকে ফিরে আফজালুল হক: চুয়াডঙ্গা দামুড়হুদা উপজেলা দরিয়ারপুর গ্রামে একদল মুখোশধারি ডাকাতদলের হানায় বোমার বিস্ফোরণে ইবাদত আলী ও দেশীয় অস্ত্রের আঘাতে শিউলি খাতুন গুরুতর জখম হয়েছ্ েগতকাল রাত ২টার দিকে এ ঘটনাটি ঘটে, এ সময় স্বর্ণলঙ্কারসহ নগত ১০হাজার টাকা ডাকাতি করে পালিয়ে য়ায়। সরোজমিনে গিয়ে জানা য়ায়, প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল রাত ২টার দিকে ১০/১৫জন মুখোশধারি ডাকাতদল দামুড়হুদা উপজেলার দরিয়ারপুর গ্রামে মাঠপাড়ার হারুনের বাসায় গিয়ে হারুনেকে অস্ত্রের মুখে জিম্মি করে পাশের বাড়ির ফেরদাউসের ছেলে মহাসিনের বাড়িতে ডাকতে বলে পরে হারুন ভয়ে মহাসিনকে ডাকলে ডাকাতদল মহাসিনের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে থাকা নগদ ১০হাজার টাকা ২টি আংটি নিয়ে যাওয়ার পথে মহাসিনের স্ত্রী প্রতিবাদ করলে ডাকাতদলরা ধারালো অস্ত্র রামদা দিয়ে শিউলি খাতুনকে মাথায় কোপ মারে, পরে বিষয়টি আশে পাশের বাড়িতে চিল্লাচিল্লীতে টের পেয়ে তাদেরকে ধাওয়া করলে ডাকাতদল ১টি বোমার বিস্ফোরণ ঘটায়ে পালিয়ে যায়। এতে ইবাদত আলী মন্ডরের পায়ের গোড়ালী গুড়িয়ে যায়, পরে গ্রামবাসিরা উদ্ধার করে চুয়াডঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে কার্তব্যরত চিকিৎসক দ্রুত ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। এ দিকে গ্রামবাসিরা অভিযোগ করে বলেন, ঘটনাস্থল থেকে দয়িারপুর পুলিশ ক্যাম্প মাত্র ৫মিনিটের রাস্তা। কিন্তু ঘটনার পরেও পুলিশ কিছুই জানে না। তারও ১ঘন্টা পর দলিয়ারপুর ক্যাম্পের উপস্থিত হয়ে ঘটনার বর্ণনা শোনেন। তবে এ বিষয়ে দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের আইসি হাফিজুর রহমান হাফিজ এর সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে পর পরই ঘটনাস্থলে আসি এবং ডাকাতদলের গ্রেফতারে অভিযান অব্যাহত, রাখি।