ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

দর্শনা সীমান্তের হৈবুতপুর ও বারাদি মাঠে পুলিশি অভিযান রূপাসহ চোরাকারবারী রাকিবুল আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০১৬
  • / ৩৪৪ বার পড়া হয়েছে

দর্শনা অফিস: দর্শনা সীমান্তের হৈবুতপুর ও বারাদি বীলের ধারে ঘোজের মাঠ থেকে পুলিশ ৯শত ৩০ গ্রাম অথবা ৮০ভরি রূপাসহ এক চোরাকারবারীকে আটক করেছে। গতকাল সাড়ে ৩টার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার্স ইনচার্জ শফিকুল ইসলাম সঙ্গীও র্ফোস নিয়ে আসামী ধরতে ছোটবলদিয়া যাচ্ছিল। এসময় রূপা ৩জন চোরাকারবারী পুলিশ দেখে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশের সন্ধেহ হলে পুলিশ তাদের ধাওয়া করে নাস্তিপুর গ্রামের আব্দুল হাই এর ছেলে রাকিবুল ইসলাম (৩০) কে আটক করলে তার কাছ থেকে ৯শত ৩০গ্রাম রূপা উদ্ধার করলেও বাকি দুইজন বীলের পানির মধ্যে দিয়ে পালিয়ে যায়। এদের মধ্যে পালিয়ে যাওয়া দুইজন হলো বারাদি গ্রামের ভুড়েলের ছেলে স্বপন (৩৪) ও আব্দুস ছাত্তারের ছেলে ফরজ আলী (৩৬)। তবে একটি সূত্র বলছেন ঐ দুজনের কাছে আরো ৬ কেজি রূপা ছিল বলে জানান। তবে পুলিশ বলছে, যেহেতু তাদের ধরতে পারিনি। কতটুকু রূপা ছিলো বলতে পারবো না। এদিকে আটক রাকিবুল বলেন, আমি ৫০০টাকা জন হাজিরায় এ রূপা বহন করে বড় রাস্তায় দিতে যাচ্ছিলাম। এরূপা কার জানতে চাইলে সে বলে আমি জানি না। তবে পুলিশ রিমান্ডে নেওয়া হলে রূপার আসল মালিকে খুজে পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। কোথা থেকে এরূপা আসছে জানতে চাইলে সে বলে ভারত থেকে এরূপা আসে। দর্শনা বারাদি সীমান্ত দিয়ে সোনা ও রূপা পাচার হয়ে আসলেও কখনো প্রশাসনের চোখে পড়ে আবার কখনো চোখের আঁড়ালে কোটি কোটি টাকার এসব মালামাল পাচার হচ্ছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দর্শনা সীমান্তের হৈবুতপুর ও বারাদি মাঠে পুলিশি অভিযান রূপাসহ চোরাকারবারী রাকিবুল আটক

আপলোড টাইম : ১২:০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০১৬

দর্শনা অফিস: দর্শনা সীমান্তের হৈবুতপুর ও বারাদি বীলের ধারে ঘোজের মাঠ থেকে পুলিশ ৯শত ৩০ গ্রাম অথবা ৮০ভরি রূপাসহ এক চোরাকারবারীকে আটক করেছে। গতকাল সাড়ে ৩টার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার্স ইনচার্জ শফিকুল ইসলাম সঙ্গীও র্ফোস নিয়ে আসামী ধরতে ছোটবলদিয়া যাচ্ছিল। এসময় রূপা ৩জন চোরাকারবারী পুলিশ দেখে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশের সন্ধেহ হলে পুলিশ তাদের ধাওয়া করে নাস্তিপুর গ্রামের আব্দুল হাই এর ছেলে রাকিবুল ইসলাম (৩০) কে আটক করলে তার কাছ থেকে ৯শত ৩০গ্রাম রূপা উদ্ধার করলেও বাকি দুইজন বীলের পানির মধ্যে দিয়ে পালিয়ে যায়। এদের মধ্যে পালিয়ে যাওয়া দুইজন হলো বারাদি গ্রামের ভুড়েলের ছেলে স্বপন (৩৪) ও আব্দুস ছাত্তারের ছেলে ফরজ আলী (৩৬)। তবে একটি সূত্র বলছেন ঐ দুজনের কাছে আরো ৬ কেজি রূপা ছিল বলে জানান। তবে পুলিশ বলছে, যেহেতু তাদের ধরতে পারিনি। কতটুকু রূপা ছিলো বলতে পারবো না। এদিকে আটক রাকিবুল বলেন, আমি ৫০০টাকা জন হাজিরায় এ রূপা বহন করে বড় রাস্তায় দিতে যাচ্ছিলাম। এরূপা কার জানতে চাইলে সে বলে আমি জানি না। তবে পুলিশ রিমান্ডে নেওয়া হলে রূপার আসল মালিকে খুজে পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। কোথা থেকে এরূপা আসছে জানতে চাইলে সে বলে ভারত থেকে এরূপা আসে। দর্শনা বারাদি সীমান্ত দিয়ে সোনা ও রূপা পাচার হয়ে আসলেও কখনো প্রশাসনের চোখে পড়ে আবার কখনো চোখের আঁড়ালে কোটি কোটি টাকার এসব মালামাল পাচার হচ্ছে।