ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

জীবননগর গোয়ালপাড়ায় দ্রুতগামী দুটি করিমনের মুখোমুখি সংঘর্ষ পিচ রাস্তায় ছিটকে পড়ে নিহত ১ : রক্তাক্ত আহত ৪

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:০০:১৬ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০১৬
  • / ৪১৮ বার পড়া হয়েছে

DSC01334

জীবননগর অফিস: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গোয়ালপাড়া মোল্লা ব্রিক্সের সামনে দ্রুতগামী দুটি যাত্রীবাহী করিমন মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সময় করিমন থেকে ছিটকে পিচ রাস্তার উপরে পড়ে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের আ.কাশেমের স্ত্রী ভেদী খাতুন (৫৫) নিহত হয়। দুর্ঘটনায় আহত হয়েছে আরো ৩জন তাদের জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । জীবননগর থানার এসআই নাহিরুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানান গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া থেকে জীবননগরের দিকে আশা ইঞ্জিন চালিত দুটি করিমন দ্রুতগামীতে আশায় মোল্লা ব্রিক্সের সামনে একটি সংঘর্ষ সৃষ্ঠি হয়। এতে ঘটনাস্থলে ভেদী নামের একটি মহিলা নিহত হন ।এছাড়াও করিমচালক হরিহরনগর গ্রামের কাশেম বিম।বাসের ছেলে টেনা বিশ্বাস (২৮) মেদনী পুর গ্রামের ওয়াজ নবীর ছেলে রিপন (৩০) যাত্রী মেদনীপুর গ্রামের ওয়াজনবীর মেয়ে সামছুন্নাহার (৫৫) এবং হরিহরনগর গ্রামের সোনা বিশ্বাসকে (৫৫) আহত অবস্থায় স্থানীয় জনসাধারণ জীবননগর উপজেলা স্বাস্থকমপ্লেক্সে ভর্তি করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম জানান স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই একজন মারা যায়। আর হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের সোনা মিয়া (৫৫) এইক ইউনিয়নের হরিহরনগর গ্রামের কাশেম বিশ্বাসের ছেলে টেনা (২৮) মেদনীপুর গ্রামের ওয়াজ নবীর ছেলে রিপন এছাড়াও মেদনীপুর গ্রামের ওয়াজ নবীর মেয়ে সামছুন্নাহারের (৫৫) অবস্থা আশস্কজনক হওয়ায় তাকে  যশোর সদর হাসপাতালে রেফাড করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

জীবননগর গোয়ালপাড়ায় দ্রুতগামী দুটি করিমনের মুখোমুখি সংঘর্ষ পিচ রাস্তায় ছিটকে পড়ে নিহত ১ : রক্তাক্ত আহত ৪

আপলোড টাইম : ১২:০০:১৬ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০১৬

DSC01334

জীবননগর অফিস: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গোয়ালপাড়া মোল্লা ব্রিক্সের সামনে দ্রুতগামী দুটি যাত্রীবাহী করিমন মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সময় করিমন থেকে ছিটকে পিচ রাস্তার উপরে পড়ে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের আ.কাশেমের স্ত্রী ভেদী খাতুন (৫৫) নিহত হয়। দুর্ঘটনায় আহত হয়েছে আরো ৩জন তাদের জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । জীবননগর থানার এসআই নাহিরুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানান গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া থেকে জীবননগরের দিকে আশা ইঞ্জিন চালিত দুটি করিমন দ্রুতগামীতে আশায় মোল্লা ব্রিক্সের সামনে একটি সংঘর্ষ সৃষ্ঠি হয়। এতে ঘটনাস্থলে ভেদী নামের একটি মহিলা নিহত হন ।এছাড়াও করিমচালক হরিহরনগর গ্রামের কাশেম বিম।বাসের ছেলে টেনা বিশ্বাস (২৮) মেদনী পুর গ্রামের ওয়াজ নবীর ছেলে রিপন (৩০) যাত্রী মেদনীপুর গ্রামের ওয়াজনবীর মেয়ে সামছুন্নাহার (৫৫) এবং হরিহরনগর গ্রামের সোনা বিশ্বাসকে (৫৫) আহত অবস্থায় স্থানীয় জনসাধারণ জীবননগর উপজেলা স্বাস্থকমপ্লেক্সে ভর্তি করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম জানান স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই একজন মারা যায়। আর হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের সোনা মিয়া (৫৫) এইক ইউনিয়নের হরিহরনগর গ্রামের কাশেম বিশ্বাসের ছেলে টেনা (২৮) মেদনীপুর গ্রামের ওয়াজ নবীর ছেলে রিপন এছাড়াও মেদনীপুর গ্রামের ওয়াজ নবীর মেয়ে সামছুন্নাহারের (৫৫) অবস্থা আশস্কজনক হওয়ায় তাকে  যশোর সদর হাসপাতালে রেফাড করা হয়।