ঝিনাইদহে মাদক প্রতিরোধ সমাবেশে পুলিশ সুপার মিজানুর রহমান মাদক প্রতিরোধে সকল মানুষকে এগিয়ে আসার আহবান
- আপলোড টাইম : ১২:৪৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০১৬
- / ৩৮৭ বার পড়া হয়েছে
ঝিনাইদহ অফিস: মাদক প্রতিরোধ আন্দোলন ঝিনাইদহের উদ্যোগে শনিবার স্থানীয় পোষ্ট অফিস মোড়ে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেলা ১১টার দিকে অনুষ্ঠিত সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সর্বস্তরের শ্রেনী পেশার মানুষ। মাদক প্রতিরোধ আন্দোলন ঝিনাইদহের আহবায়ক সিনিয়র সাংবাদিক মিজানুর রহমানের সভপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: মিজানুর রহমান, ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা আইন জীবি সমিতির নব নির্বাচিত সভাপতি খান আকতারুজ্জামান, সম্পাদক মো: নজরুল ইসলাম, অধ্যক্ষ বাদশা আলম, সাংস্কৃতিক জোটের অধ্যাপক আব্দুস সালাম, পিপি এ্যাড: ইসমাইল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তাফা লোটন, সাংবাদিক সাইফুল মাবুদ, জেলা জাসদের সভাপতি মো: এমদাদুল হক, সিপিবির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হাফিজ ফারুক, ওর্য়াকার্স পার্টির সাধারণ সম্পাদক অরুন বিশ্বাস, কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় নেতা রবিউল ইসলাম খোকন, বাসদ নেতা এাড: আসাদুজ্জামান, সিও এনজিওর নির্বাহী পরিচালক সাছুল ইসলাম, জেলা জীব বৈচিত্র ও সংরক্ষন কমিটির সভাপতি মাসুদ আহম্মেদ সনজুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনির নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন মাদক প্রতিরোধ আন্দোলন ঝিনাইদহের সদস্য সচিব এ্যাড: সামছুল আলম (এপিপি)। জেলা শহরের নানা শ্রেণী ও পেশার শত শত মানুষ সকাল থেকে স্থানীয় পোষ্ট অফিস মোড়ে সমবেত হতে থাকেন। মাদক বিরোধী ম্লোগান লেখা ব্যানার ফেষ্টুন নিয়ে সড়কের দুই ধারে দাড়িয়ে মানববন্ধন ও সমাবেশে অংশ নেন তারা। সমাবেশে বক্তব্য দানকালে ঝিনাইদহ জেলাকে মাদক মুক্ত করার অঙ্গিকার করেন পুলিশ সুপার মিজানুর রহমান। মাদক ব্যবসা ও সেবীদের ছাড় দেয়া হবেনা বলেও ঘোষনা করেন তিনি । মাদক প্রতিরোধে সকল মানুষকে এগিয়ে আসার আহবান জানান পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। এই জেলার মাদকের ভয়াবহতা প্রতিরোধ করার জন্য সর্বস্থরের মানুষদের নিয়ে গঠন করা হয়েছে মাদক প্রতিরোধ আন্দোলন ঝিনাইদহ নামের এ সংগঠন। সমাবেশে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সব শ্রেণী ও পেশার মানুষদের নিয়ে এ সংগঠনের কমিটি গঠন করা হবে।