দর্শনা হল্টস্টেশনে জিআরপি পুলিশের কঠোর নজরদারী কুলশিত মুক্ত করতেই এ উদ্যোগ: কর্তৃপক্ষকে এলাকাবাসীর সাধুবাদ
- আপলোড টাইম : ০১:৪৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০১৬
- / ৩০৭ বার পড়া হয়েছে
দর্শনা অফিস : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা হল্ট স্টেশন এলাকা কুলশিত মুক্ত করতে জি আর পি পুলিশ নজর কাড়া দায়িক্ত পালন করেছে। এভাবে দায়িক্ত পালন করার জন্য এলাকার সুশিল সমাজ ও সাধারন যাত্রী পুলিশ কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়েছে। জানাগেছে, গতকাল সকাল ১০টার দিকে বাইরের ঘটনাকে কেন্দ্র করে দর্শনা হল্ট স্টেশন সংলগ্ন টাওয়ারের পার্শবর্তী স্থানে এলাকার কয়েকজন উশৃঙ্খল যুবক এর মধ্যে প্রথমে কথা কাটাকাটি পরবর্তিতে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে মারামারির জন্যে লাঠি, বাটাম, নিয়ে সাজগোছ শুরু করে। এতে করে সাধারন যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এঘটনা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে জি আর পি পুলিশের এসআই আহাদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা হল্ট স্টেশন কুলশিত মুক্ত করতে নজর কাড়া দায়িক্ত পালন করে। উশৃঙ্খল যুবকেরা জি আর পি পুলিশের উপস্থিতি টের পেয়ে স্টেশন এলাকা ছেড়ে পালিয়ে যায়। এ বিষয়ে পুলিশ কর্মকর্তা এসআই আহাদ আলী জানাই স্টেশন এলাকা জনসাধারন যাত্রীদের এলাকা। স্টেশনের যাত্রীদের রক্ষনাবেক্ষন করাই জি আর পি পুলিশের দায়িক্ত। এখানে কোন রকম মাস্তানি ও অপ্রিতিকর ঘটনাকারীকে ছাড় দেওয়া হবে না। স্টেশন এলাকা সংরক্ষন ও যাত্রী সাধারনের সুরক্ষায় সকল প্রকার ব্যাবস্থা গ্রহন করা হবে। পুলিশের এ দায়িত্ব দেখে স্টেশনে থাকা চলমান যাত্রীসহ এলাকার সুশিল সমাজ ধন্যবাদ দিয়েছে।