গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার ৬২ : দেশীয় তৈরি অস্ত্র ও গুলি উদ্ধার
- আপলোড টাইম : ০১:৩৭:১৯ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০১৬
- / ৪০৫ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: ঝিনাইদহঃ আসন্ন জেলা পরিষদ নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার ও অপরাধমুলক কর্মাকান্ড রুখতে ঝিনাইদহে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শনিবার সকাল সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে ৬২ জনকে। উদ্ধার করা হয়েছে দেশীয় তৈরী অস্ত্র ও গুলি। ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় সদর উপজেলার ঝপঝপিয়া গ্রাম থেকে দেশীয় তৈরীর ওয়ান শুট্যার গান ও এক রাউন্ড গুলিসহ বিদ্যুৎ বিশ্বাস নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করে পুলিশ। বিদ্যুৎ বিশ্বাস সদর উপজেলার কুমড়াবাড়ীয়া ইউনিয়নের গোয়ালবাড়ীয়া গ্রামের আব্দুল মালেক বিশ্বাসের ছেলে। এছাড়া বিভিন্ন মামলায় সদর উপজেলা থেকে ২৩জন, শৈলকুপা ও কালীগঞ্জ থেকে ২৪জন, হরিণাকুন্ডু থেকে ৬জন, কোটচাঁদপুর থেকে ৩জন, মহেশপুর থেকে ৪জন ও গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতার করা হয় আরও ১জনকে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডিবি পুলিশের এএসআই সোহেল এক বিজ্ঞপ্তিতে জানান শুক্রবার ও ওমেদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গাজাসহ ডিবি পুলিশ আটক করেছে। তিনি কালীগঞ্জের ত্রিলোচনপুর গ্রামের মৃত আফজাল মন্ডলের ছেলে। তার কাছ থেকে ২০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। ডিবি পুলিশের এসআই আলিম, এএসআই শহিদুল শ্রী প্রদীপ কুমার অভিযান পরিচালনা করেন। এদিকে সদর থানার কলমনখালী ও দোগাছী এলাকার ধাপাড়িয়া ব্রীজের উপর গাজা খাওয়ার সময় দোগাছী গ্রামের সিরাজ মন্ডলের ছেলে আরিফ, শাহাঙ্গীর ও ঘোড়শাল গ্রামের ফুল মিয়ার ছেলে রুবেলকে আটক করে পুলিশ। আটকের পর তাদের কাছে এক লাখ টাকা দাবী করা হয়। শেষমেষ ২১ হাজার টাকা নিয়ে মধ্য রাতে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ। তবে থানা পুলিশ এ অভিযোগ স্বীকার করেনি।