ইপেপার । আজ মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

গ্রেফতারকৃতদের নিয়ে গভীর রাতে দামুড়হুদা পুলিশের অভিযান নতিপোতা থেকে সাটাগানসহ গুলি উদ্ধার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:৫৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০১৬
  • / ৩২৬ বার পড়া হয়েছে

erte

নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলায় ইট ভাটা গুলোতে নতুন ইট তৈরী ও ইট পোড়ানো শুরু হয়েছে। সেই সাথে শুরু হয়েছে ইটের ভাটাই চাঁদা চাওয়া। নাম প্রকাশে একজন ইট ভাটা মালিক জানান, বিজয় ও বিকাশ নামে দুই চাঁদাবাজ ইতোমধ্যে তিনটি মোবাইল ফোন নম্বরে চাঁদা দাবী করে আসছে। এ নম্বর গুলোর মধ্যে বিজয়-০১৮৩৬-০২৭৭৯১ এবং বিকাশ এর নম্বর-০১৭০৩-৭৯৯০৪০ এবং ০১৮৪৩-২৪৪৭৫৭। দীর্ঘদিন ধরে প্রতি বছর বিভিন্ন নামে চাঁদাবাজি করে আসছে বলে ঐ ইট ভাটা মালিক জানান, তবে পুলিশ এ বছর একটু তৎপর আছে। গত বছর চাঁদ দাবী করে এম আর ভাটায় বোমা ফাঁটিয়ে ৪/৫ জন ইট ভাটা শ্রমিককে আপহরণ করে নিয়ে যায়। এরপর পুলিশের দ্রুত পদক্ষেপ নিয়ে জ্জ ঘন্টা পর ঐ শ্রমিকদের উদ্ধার করে। ভাটা মালিকরা চাঁদা না দিলে গভীর রাতে ঐ সব সন্ত্রাসী চাঁদাবাজরা ভাটা শ্রমিকদের হত্যাসহ বিভিন্ন ধরণের হুমকি দিয়ে ভাটা থেকে তাড়িয়ে দেয়। এছাড়া রাতের বেলা হঠাৎ ভাটায় প্রবেশ করে ভাটা শ্রমিকদের মারপিটসহ নানা ধরণের নির্যাতন করে এবং বোমা ছুড়ে আতংক সৃষ্টি করে। ফলে ইট ভাটা শ্রমিকরা ভাটার কাজ বন্ধ করে অন্যত্র চলে যায়। তখন ভাট মালিকরা ইট তৈরী ও ইট পোড়ানো শ্রমিক না পেয়ে ভাটা শ্রমিকদের ইট পোড়ানো মৌসুমে ধরে রাখতে বাধ্য হয়ে চাঁদা দিতে হয়। কি পরিমাণ চাঁদা দিতে হয় ? জানতে চাইলে তিনি বলেন এর কোন র্নিদিষ্ট পরিমান থাকে না। চাঁদা নেওয়ার পদ্ধতি জানাতে চাইলে তিনি বলেন, যে কোন একটি বিকাশ নম্বর দেয়। আর সেই নম্বরে চাঁদার টাকা দিতে হয়। দামুড়হুদা উপজেলায় রেড এলাটের চাঁদাবাজির শেষ দিনে মেহেরপুর জেলার গাংনী উপজেলার কসবা গ্রামের বজলুর রহমানের ছেলে নাহিদ হাসান (২২) ও দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের মৃত খোদা বক্্েরর ছেলে বহুল আলোচিত সন্ত্রাসী জাম্বু ভাই চাঁদাবাজ ফড়িং (২৫) কে দামুড়হুদা মডেল থানার পুলিশ আটক করেছে। আটককৃত দুই চাঁদবাজকে গতকাল আদালতে সোর্পদ করেছে। এছাড়া ইটভাটা মৌসুম শুরুর পর থেকে দামুড়হুদা মডেল থানা পুলিশ চাঁদাবাজির গ্রেফতার অভিযান চালিয়ে আরো ১০জনকে আটক করে আদালতে সোর্পদ করেছেন বলে দামুড়হুদা মডেল থানার অফির্সাস ইনর্চাজ আবু জিহাদ বলে জানান। এছাড়া গতরাত আনুমানিক ২টার দিকে দামুড়হুদা মডেল থানার ওসি তদন্ত ইন্সপেক্টর আব্দুল খালেক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নতিপোতা মোমিন মাস্টারের আমবাগান থেকে আটকৃতদের তথ্যের ভিত্তিত্বে ১টি সাটারগান, ৫রাউন্ড গুলি উদ্ধার করেছে বলে জানা গেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

গ্রেফতারকৃতদের নিয়ে গভীর রাতে দামুড়হুদা পুলিশের অভিযান নতিপোতা থেকে সাটাগানসহ গুলি উদ্ধার

আপলোড টাইম : ১২:৫৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০১৬

erte

নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলায় ইট ভাটা গুলোতে নতুন ইট তৈরী ও ইট পোড়ানো শুরু হয়েছে। সেই সাথে শুরু হয়েছে ইটের ভাটাই চাঁদা চাওয়া। নাম প্রকাশে একজন ইট ভাটা মালিক জানান, বিজয় ও বিকাশ নামে দুই চাঁদাবাজ ইতোমধ্যে তিনটি মোবাইল ফোন নম্বরে চাঁদা দাবী করে আসছে। এ নম্বর গুলোর মধ্যে বিজয়-০১৮৩৬-০২৭৭৯১ এবং বিকাশ এর নম্বর-০১৭০৩-৭৯৯০৪০ এবং ০১৮৪৩-২৪৪৭৫৭। দীর্ঘদিন ধরে প্রতি বছর বিভিন্ন নামে চাঁদাবাজি করে আসছে বলে ঐ ইট ভাটা মালিক জানান, তবে পুলিশ এ বছর একটু তৎপর আছে। গত বছর চাঁদ দাবী করে এম আর ভাটায় বোমা ফাঁটিয়ে ৪/৫ জন ইট ভাটা শ্রমিককে আপহরণ করে নিয়ে যায়। এরপর পুলিশের দ্রুত পদক্ষেপ নিয়ে জ্জ ঘন্টা পর ঐ শ্রমিকদের উদ্ধার করে। ভাটা মালিকরা চাঁদা না দিলে গভীর রাতে ঐ সব সন্ত্রাসী চাঁদাবাজরা ভাটা শ্রমিকদের হত্যাসহ বিভিন্ন ধরণের হুমকি দিয়ে ভাটা থেকে তাড়িয়ে দেয়। এছাড়া রাতের বেলা হঠাৎ ভাটায় প্রবেশ করে ভাটা শ্রমিকদের মারপিটসহ নানা ধরণের নির্যাতন করে এবং বোমা ছুড়ে আতংক সৃষ্টি করে। ফলে ইট ভাটা শ্রমিকরা ভাটার কাজ বন্ধ করে অন্যত্র চলে যায়। তখন ভাট মালিকরা ইট তৈরী ও ইট পোড়ানো শ্রমিক না পেয়ে ভাটা শ্রমিকদের ইট পোড়ানো মৌসুমে ধরে রাখতে বাধ্য হয়ে চাঁদা দিতে হয়। কি পরিমাণ চাঁদা দিতে হয় ? জানতে চাইলে তিনি বলেন এর কোন র্নিদিষ্ট পরিমান থাকে না। চাঁদা নেওয়ার পদ্ধতি জানাতে চাইলে তিনি বলেন, যে কোন একটি বিকাশ নম্বর দেয়। আর সেই নম্বরে চাঁদার টাকা দিতে হয়। দামুড়হুদা উপজেলায় রেড এলাটের চাঁদাবাজির শেষ দিনে মেহেরপুর জেলার গাংনী উপজেলার কসবা গ্রামের বজলুর রহমানের ছেলে নাহিদ হাসান (২২) ও দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের মৃত খোদা বক্্েরর ছেলে বহুল আলোচিত সন্ত্রাসী জাম্বু ভাই চাঁদাবাজ ফড়িং (২৫) কে দামুড়হুদা মডেল থানার পুলিশ আটক করেছে। আটককৃত দুই চাঁদবাজকে গতকাল আদালতে সোর্পদ করেছে। এছাড়া ইটভাটা মৌসুম শুরুর পর থেকে দামুড়হুদা মডেল থানা পুলিশ চাঁদাবাজির গ্রেফতার অভিযান চালিয়ে আরো ১০জনকে আটক করে আদালতে সোর্পদ করেছেন বলে দামুড়হুদা মডেল থানার অফির্সাস ইনর্চাজ আবু জিহাদ বলে জানান। এছাড়া গতরাত আনুমানিক ২টার দিকে দামুড়হুদা মডেল থানার ওসি তদন্ত ইন্সপেক্টর আব্দুল খালেক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নতিপোতা মোমিন মাস্টারের আমবাগান থেকে আটকৃতদের তথ্যের ভিত্তিত্বে ১টি সাটারগান, ৫রাউন্ড গুলি উদ্ধার করেছে বলে জানা গেছে।