
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা ইয়ুথ ডিপার্টমেন্টের উদ্যোগে দুই দিনব্যাপী ইন্ডিপেন্ডেন্ট কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার জয়রামপুর স্থানীয় ইয়ুথ ক্লাব মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা ইয়ুথ ডিপার্টমেন্টের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মো. রুহুল আমিন। এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মো. আজিজুর রহমান, ইয়ুথ ডিপার্টমেন্ট আলমডাঙ্গা উপজেলার উপদেষ্টা মো. দারুস সালাম, দামুড়হুদা উপজেলার উপদেষ্টা মো. নায়েব আলী, দর্শনা থানার উপদেষ্টা মাওলানা রেজাউল করিম, চুয়াডাঙ্গা পৌর শাখার উপদেষ্টা অ্যাডভোকেট হাসিবুল ইসলাম ইব্রাহিম, জয়রামপুর ইয়ুথ ক্লাবের সভাপতি মো. জাকির হোসেন, সহসভাপতি রাশেদুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
টুর্নামেন্টে আম্প্যায়ারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ও রাশেদুল ইসলাম রনি। দুই দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টে দর্শনা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা পৌরসভা, আলমডাঙ্গা উপজেলা, আলমডাঙ্গা পৌরসভা, গাংনী, আসমানখালী ও জীবননগর ইয়ুথ ক্লাব অংশগ্রহণ করে।
খেলা শেষে সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মো. রুহুল আমিন যুব সমাজের বিপথগামিতা রুখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তিনি আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন। ফাইনালে অংশগ্রহণ করে আলমডাঙ্গা ইয়ুথ ক্লাব ও দামুড়হুদা ইয়ুথ ক্লাব। টসে জিতে প্রথমে ব্যাট করে আলমডাঙ্গা ইয়ুথ ক্লাব ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৪ রান করে। জবাবে দামুড়হুদা ইয়ুথ ক্লাব ৫ উইকেট হারিয়ে ৮ ওভার ১ বলে ১১৫ রান করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় আবু জাফর ম্যান অব দ্য ম্যাচ এবং আ.মালেক ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন।