
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ায় আঞ্চলিক তুলা উন্নয়ন বোর্ডের আয়োজনে এবং তুলা গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের অর্থায়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আলুকদিয়া ইউনিয়নের দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার জান্নাতুল মাওয়া হাফিজিয়া এতিমখানা প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা আঞ্চলিক তুলা উন্নয়ন বোর্ডের প্রধান শেখ আল্-মামুনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা তুলা উন্নয়ন বোর্ডের অতিরিক্ত পরিচালক ড. শেফালী রানী মজুমদার। বিশেষ অতিথি ছিলেন ঢাকা তুলা উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক জাফর আলী, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি ও আলুকদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আক্তাউর রহমান মুকুল এবং ৮ নম্বর ওয়াডের্র সদস্য আব্দুর রহমান হাবলু। সমাবেশে বক্তব্য দেন তুলা চাষি কামরুজ্জামান সজল ও সাইফুল ইসলাম।
প্রধান অতিথি ড. শেফালী রানী মজুমদার বলেন, তুলা চাষে উচ্চফলনশীল জাতের বীজ ব্যবহার করা হচ্ছে। তুলা উৎপাদনের পর বিক্রি ব্যবস্থা ঝাঁমেলামুক্ত। চাষিদের টাকা পেতে সমস্যা হয় না। এ কারণে চাষিরা এ চাষে এগিয়ে আসছে। সমাবেশে শতাধিক তুলা চাষি উপস্থিত ছিলেন।