দর্শনা কেরু চাষীদের আখের মূল্য পরিষদ এখন থেকে ডিলিংস মার্কেটিং ও শিওর ক্যাশের মাধ্যমে হবে
- আপলোড টাইম : ০৫:৫০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০১৬
- / ৪২৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ডিলিংস মার্কেটিং ও মোবাইল ব্যাংকিং শিওর ক্যাশের মাধ্যমে দর্শনা কেরুর এ্যান্ড কোম্পানী’র আঁখচাষীদের আঁখের মূল্য গ্রহণের যাত্রা শুরু করেছে। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কেরু এ্যান্ড কোম্পানীতে আখ বিক্রির টাকা শিওর ক্যাশ এজেন্ট পয়েন্ট থেকে গ্রহণ করতে পেরে কৃষকরাও সাধুবাদ জানিয়েছে শিওরক্যাশ, কেরু এ্যান্ড কোম্পানী ও চুয়াডাঙ্গা ডিলিংস মার্কেটিং এর ব্যবস্থাপক এমএ মামুনসহ কর্তৃপক্ষকে। গতকাল বিকালে সন্তোষপুর বাজারে ও মনোহরপুর বাজারের এজেন্ট পয়েন্ট থেকে টাকা উত্তোলনের শুভ উদ্বোধন করেন শিওর ক্যাশের চুয়াডাঙ্গার জেলা ডিস্ট্রিবিউটর ও ডিলিংস মার্কেটিং এর সত্বাধিকারী সাংবাদিক এমএ মামুন ও শিওর ক্যাশের চুয়াডাঙ্গা-মেহেরপুর জেলার এরিয়া ম্যানেজার মনিরুল ইসলাম। গতকাল বেলা ৪টার সময় সন্তোষপুর বাজারের মোবাইল ব্যাংকিং শিওর ক্যাশের এজেন্ট সোহেল পারভেজের রাফিদ টেলিকম থেকে দর্শনা কেরু এ্যান্ড কোম্পানীতে বিক্রয়কৃত আঁখের ন্যায্য মূল্য উত্তোলন করে মোবাইল ব্যাংকিং শিওর ক্যাশের মাধ্যমে দর্শনা কেরুর এ্যান্ড কোম্পানী’র আঁখচাষীদের আঁখের মূল্য গ্রহণের যাত্রা শুরু করেন সস্তোষপুর গ্রামের আঁখচাষী টিটুল হোসেন। এসময়, শিওর ক্যাশের চুয়াডাঙ্গা ডিস্ট্রিবিউটর ডিলিংস মার্কেটিং এর সত্বাধীকারী সাংবাদিক এমএ মামুন গোলাম রসুলের হাতে তার আঁখের টাকা তুলে দিয়ে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আঁখের টাকা উত্তোলনের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সন্তোষপুর গ্রামের আঁখচাষী সিরাজুল ইসলাম, ছাত্তার মিয়াসহ গ্রামবাসীরা। এসময় বিকাল সাড়ে ৪টায় মনোহরপুর বাজারে শিওর ক্যাশের এজেন্ট রাকিব ইলেক্ট্রনিক্স এ্যান্ড কসমেটিক্সে থেকে মনোহরপুর গ্রামের আঁখচাষী গোলাম রসুল শিওর ক্যাশের মাধ্যম্যে আঁখের টাকা উত্তোলন করে শুভ উদ্বোধনে অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন, আঁখ চাষী,জিনারুল ইসলাম, গ্রামবাসী জিল্লুর রহমান,আব্দুলর জলিল এবং এজেন্ট সাইদুরর রহমান আরিফ প্রমূখ। সন্তোষপুর গ্রামের আঁখচাষী টিটুল হোসেন, শিওরক্যাশের মাধ্যমে কেরুতে আঁখ বিক্রির টাকা তার গ্রামের বাজার থেকে অতি সহজে তুলতে পেরে তার অভিব্যাক্তি প্রকাশে বলেন, কেরু এ্যান্ড কোসম্পানী, শিওর ক্যাশ ও চুয়াডাঙ্গা ডিলিংস মার্কেটিং কর্তৃপক্ষ কৃষকদের আধুনিক সুযোগ- সুবিধার আওতায় এনে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে।