ইপেপার । আজ রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

দর্শনা কেরু চিনিকলে ২০১৬-২০১৭ আখ মাড়াই মৌসুম শুভ উদ্বোধন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:১৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০১৬
  • / ৬৮৭ বার পড়া হয়েছে

আওয়াল হোসেন/ওয়াসিম রয়েল: দর্শনা ঐতিহ্যবাহী কেরু এ্যান্ড কোম্পানী চিনিকলে আখ মাড়াই ২০১৬-২১০৭ মৌসুমের শুভ উদ্বোধণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় আখ মাড়াই উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন। কেরু এ্যান্ড কোম্পানী চিনিকলের ডোঙ্গার পাড়ে মাড়াই মৌসুমের উদ্বোধণ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এবিএম আরশাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিশেষ অতিথি চিনি ও খাদ্য শিল্প করর্পোরেশনের পরিচালক (সিটিআর) হাবিবুর রহমান, সাবেক জেলা পরিষদের প্রশাসক আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান মনজু। দর্শনা কেরুজ স্থানীয় নেত্রীবৃন্দ ও মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন। এছাড়া আরোও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, বিশিষ্ট আখচাষী সাংবাদিক আফজালুর রহমান ধীরু প্রমূখ। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন বলেন, জননেত্রী শেখ হাসিনার ব্যাপক উদ্যোগে সকল চিনিকলগুলো নতুন করে সাজানো হচ্ছে। আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা রয়েছে চিনিকল গুলোর উন্নতি করতে হবে। প্রয়োজন অনুযায়ী সব ধরণের পদক্ষেপ গ্রহন করতে হবে। ইতোমধ্যে সরকার ৪৮৭কোটি টাকা বরাদ্ধ দিয়েছে। বাংলাদেশ চিনি শিল্প উন্নয়নের জন্য বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ হাতে নিচ্ছে। এ সকল প্রতিষ্ঠানে দূর্নীতি রক্ষার জন্য সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। এর মধ্যে মোবাইলের মাধ্যমে পুর্জি ব্যবস্থা, মোবাইল ব্যাংকিং শিওরক্যাশ এর মাধ্যমে চাষীদের আখের মূল্য পরিশোধ করার ব্যবস্থা করাসহ নানা পদক্ষেপ হাতে নিয়েছে। সাংবাদিক দের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা লেখেন আগে চাল, ডাল, তেল এর চেয়ে চিনির দাম বেশি ছিলো। এখন এসব সামগ্রীর চেয়ে চিনির দাম কম। তাহলে কি করে চিনি শিল্পে লাভ করবে। তিনি আরও বলেন এ প্রতিষ্ঠানের যে সকল শ্রমিক –কর্মচারি চাকুরী করে তাদের সবাইকে আখ লাগাতে হবে না হলে বেতন দেওয়া হবে না। পরিশেষে বলেন কেরু মিল এলাকায় সবচেয়ে বেশি আখ রোপন করাই আকন্দবাড়িয়া গ্রামের আবুল বাশার পাপ্পু ও সন্তোস পুরের আজিজুল হক ডাবলু কে চিনিকলের পক্ষ থেকে পুরস্কার দেন। এছাড়া উল্লেখ্য, ১১দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত কেরুজ মিলগেট আখচাষী কল্যাণ সংস্থার নেতৃবৃন্দসহ বেশ কিছু আখচাষী মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠান বর্জন করেছেন বলে জানা গেছে। চলতি আখ মাড়াই মৌসুমে ২০১৬-১৭ মাড়াই মৌসুমে ১০০কার্য দিবসে মোট ১লাখ ১০হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৭হাজার ৭শত মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরনের ৭% হার ধরে মাড়াই মৌসুম শুরু হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দর্শনা কেরু চিনিকলে ২০১৬-২০১৭ আখ মাড়াই মৌসুম শুভ উদ্বোধন

আপলোড টাইম : ০২:১৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০১৬

আওয়াল হোসেন/ওয়াসিম রয়েল: দর্শনা ঐতিহ্যবাহী কেরু এ্যান্ড কোম্পানী চিনিকলে আখ মাড়াই ২০১৬-২১০৭ মৌসুমের শুভ উদ্বোধণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় আখ মাড়াই উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন। কেরু এ্যান্ড কোম্পানী চিনিকলের ডোঙ্গার পাড়ে মাড়াই মৌসুমের উদ্বোধণ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এবিএম আরশাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিশেষ অতিথি চিনি ও খাদ্য শিল্প করর্পোরেশনের পরিচালক (সিটিআর) হাবিবুর রহমান, সাবেক জেলা পরিষদের প্রশাসক আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান মনজু। দর্শনা কেরুজ স্থানীয় নেত্রীবৃন্দ ও মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন। এছাড়া আরোও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, বিশিষ্ট আখচাষী সাংবাদিক আফজালুর রহমান ধীরু প্রমূখ। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন বলেন, জননেত্রী শেখ হাসিনার ব্যাপক উদ্যোগে সকল চিনিকলগুলো নতুন করে সাজানো হচ্ছে। আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা রয়েছে চিনিকল গুলোর উন্নতি করতে হবে। প্রয়োজন অনুযায়ী সব ধরণের পদক্ষেপ গ্রহন করতে হবে। ইতোমধ্যে সরকার ৪৮৭কোটি টাকা বরাদ্ধ দিয়েছে। বাংলাদেশ চিনি শিল্প উন্নয়নের জন্য বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ হাতে নিচ্ছে। এ সকল প্রতিষ্ঠানে দূর্নীতি রক্ষার জন্য সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। এর মধ্যে মোবাইলের মাধ্যমে পুর্জি ব্যবস্থা, মোবাইল ব্যাংকিং শিওরক্যাশ এর মাধ্যমে চাষীদের আখের মূল্য পরিশোধ করার ব্যবস্থা করাসহ নানা পদক্ষেপ হাতে নিয়েছে। সাংবাদিক দের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা লেখেন আগে চাল, ডাল, তেল এর চেয়ে চিনির দাম বেশি ছিলো। এখন এসব সামগ্রীর চেয়ে চিনির দাম কম। তাহলে কি করে চিনি শিল্পে লাভ করবে। তিনি আরও বলেন এ প্রতিষ্ঠানের যে সকল শ্রমিক –কর্মচারি চাকুরী করে তাদের সবাইকে আখ লাগাতে হবে না হলে বেতন দেওয়া হবে না। পরিশেষে বলেন কেরু মিল এলাকায় সবচেয়ে বেশি আখ রোপন করাই আকন্দবাড়িয়া গ্রামের আবুল বাশার পাপ্পু ও সন্তোস পুরের আজিজুল হক ডাবলু কে চিনিকলের পক্ষ থেকে পুরস্কার দেন। এছাড়া উল্লেখ্য, ১১দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত কেরুজ মিলগেট আখচাষী কল্যাণ সংস্থার নেতৃবৃন্দসহ বেশ কিছু আখচাষী মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠান বর্জন করেছেন বলে জানা গেছে। চলতি আখ মাড়াই মৌসুমে ২০১৬-১৭ মাড়াই মৌসুমে ১০০কার্য দিবসে মোট ১লাখ ১০হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৭হাজার ৭শত মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরনের ৭% হার ধরে মাড়াই মৌসুম শুরু হয়েছে।