গাংনীতে শটসার্কিটে মুরগির খামারসহ তিনটি বাড়ি পুড়ে ভষ্মিভুত
- আপলোড তারিখঃ ১৯-১২-২০১৭ ইং
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে বৈদ্যুতিক শট সার্কিটের অগ্নিকান্ডে একটি ব্রয়লার মুরগীর খামারসহ ও তিনটি বাড়ি ভষ্মিভুত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল ৮টার দিকে এ গাংনী উপজেলার রাজাপুর গ্রামের কারিগর পাড়ায় এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে। জানা যায়, রাজাপুর গ্রামের কালু কারিগরের ছেলে সাইফুল ইসলাম কারিগরের খামারে হঠাৎ অগ্নি কান্ডের ঘটনা ঘটে। এতে তার মুরগির খামার ও বাড়ি পুরে যায়। একই ঘটনায় প্রতিবেশি নিজাম উদ্দীন কারিগর ও সুকচাদ আলীর বাড়িও পুরে যায়। পরে বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। এঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ ঘটনাস্থল পরির্দশন শেষে তাদের আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কমেন্ট বক্স