চুয়াডাঙ্গা-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদ প্রার্থী নজরুল মল্লিকের জীবননগর অফিস উদ্বোধন করলেন মাহফুজুর রহমান মনজু
- আপলোড টাইম : ০১:৪৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০১৬
- / ৮৭১ বার পড়া হয়েছে
জীবননগর অফিস: আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদ প্রার্থী নজরুল মল্লিকের দলীয় অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টায় জীবননগর পুরাতন অগ্রনী ব্যাংকের দ্বিতীয় তলায় নজরুল মল্লিকের সভাপতিত্বে নিজস্ব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নজরুল মল্লিকের অফিস উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর থানা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা, সাধারন সম্পাদক মুন্সী নজরুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক কাদের প্রধান, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুন্সী নাসির উদ্দিন, সাবেক কমিশনার রফিকুল ইসলাম, জাকির হোসেন, মির্জা লিটন, হাবিবুর রহমান হবি বিশ্বাস, খলিলুর রহমান, শফিকুল ইসলাম, আকিমুল, নান্নু, কামরুজ্জামান বিদ্যুৎ, আকতার হোসেন, আল মামুন রনি, সুজন মির, শাকিল হোসেনসহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।