ইপেপার । আজ শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

গাংনীতে ফলের দাম নিয়ে সেনা সদস্যকে গণধোলাই

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:৪৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০১৬
  • / ৩২২ বার পড়া হয়েছে

Monirul

গাংনী অফিস: মেহেরপুরের গাংনী বাজারের ফলের দোকানদার মনিরুল ইসলাম (৩০) এর সাথে সেনা বাহিনী কর্মরত মুকুল হোসেনের মধ্যে ফলের দাম দরকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হয়েছে মনিরুল ইসলাম ভুটান নামের এক ফল ব্যবসায়ী। মনিরুল ইসলাম চৌগাছা ভিটাপাড়ার নাজমুল হকের ছেলে। অন্যদিকে গণধোলাইয়ের শিকার হয়েছে সেনা সদস্য মকুল। জানাগেছে, গতকাল রবিবার সন্ধ্যার দিকে চেংগাড়া গ্রামের শফিরুদ্দিনের ছেলে সেনাবাহিনী কর্মরত মুকুল হোসেন গাংনী জেলা পরিষদ মার্কেটের ফলের দোকানদার মনিরুল ইসলামের নিকট থেকে ৪০ টাকা হালি কমলার দাম করে ৩৬টি কমলা ক্রয় করে। কিন্তু ৩৬টি কমলার দাম হিসেব করে ৬০ টাকা কম দিয়ে তাকে ৩০০ টাকা দেয় ফল ব্যবসায়ীকে। ব্যবসায়ী মনিরুল ৬০ টাকা দাবি করলে সে দিতে অস্বীকৃতি জানায়। এঘটনায় দোকানদার তার নিকট কমলা বিক্রী করবে না বলে জানায়। এতে মুকুল ক্ষিপ্ত হয়ে ফলের পাশে পড়ে থাকা ছুরি হাতে নেয়। এসময় দোকানদার মনিরুলের দোকানের ভিতরে থাকা ছুরি নেয়। দুজনের উত্তের্জনার এক পযার্য়ে দোকানদার মনিরুলের কপালে (বাম চোখের উপরে) জোরে আঘাত লেগে মারাত্মত ভাবে আহত হয়। স্থানীয়রা মনিরুল ইসলামকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদিকে মনিরুল ছুরিতে আহত খবরে উত্তেজিত জনতা সেনা সদস্য মকুলকে ধরে গণধোলাই দিয়ে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। মুকুল ছুটিতে আছে। শেষ খরব পাওয়া পর্যন্ত এ বিষয়ে গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছিল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

গাংনীতে ফলের দাম নিয়ে সেনা সদস্যকে গণধোলাই

আপলোড টাইম : ০৬:৪৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০১৬

Monirul

গাংনী অফিস: মেহেরপুরের গাংনী বাজারের ফলের দোকানদার মনিরুল ইসলাম (৩০) এর সাথে সেনা বাহিনী কর্মরত মুকুল হোসেনের মধ্যে ফলের দাম দরকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হয়েছে মনিরুল ইসলাম ভুটান নামের এক ফল ব্যবসায়ী। মনিরুল ইসলাম চৌগাছা ভিটাপাড়ার নাজমুল হকের ছেলে। অন্যদিকে গণধোলাইয়ের শিকার হয়েছে সেনা সদস্য মকুল। জানাগেছে, গতকাল রবিবার সন্ধ্যার দিকে চেংগাড়া গ্রামের শফিরুদ্দিনের ছেলে সেনাবাহিনী কর্মরত মুকুল হোসেন গাংনী জেলা পরিষদ মার্কেটের ফলের দোকানদার মনিরুল ইসলামের নিকট থেকে ৪০ টাকা হালি কমলার দাম করে ৩৬টি কমলা ক্রয় করে। কিন্তু ৩৬টি কমলার দাম হিসেব করে ৬০ টাকা কম দিয়ে তাকে ৩০০ টাকা দেয় ফল ব্যবসায়ীকে। ব্যবসায়ী মনিরুল ৬০ টাকা দাবি করলে সে দিতে অস্বীকৃতি জানায়। এঘটনায় দোকানদার তার নিকট কমলা বিক্রী করবে না বলে জানায়। এতে মুকুল ক্ষিপ্ত হয়ে ফলের পাশে পড়ে থাকা ছুরি হাতে নেয়। এসময় দোকানদার মনিরুলের দোকানের ভিতরে থাকা ছুরি নেয়। দুজনের উত্তের্জনার এক পযার্য়ে দোকানদার মনিরুলের কপালে (বাম চোখের উপরে) জোরে আঘাত লেগে মারাত্মত ভাবে আহত হয়। স্থানীয়রা মনিরুল ইসলামকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদিকে মনিরুল ছুরিতে আহত খবরে উত্তেজিত জনতা সেনা সদস্য মকুলকে ধরে গণধোলাই দিয়ে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। মুকুল ছুটিতে আছে। শেষ খরব পাওয়া পর্যন্ত এ বিষয়ে গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছিল।