ইপেপার । আজ সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

আজ থেকে দর্শনা কেরু চিনিকলের ২০১৬-১৭ আঁখ মাড়াই মৌসুম শুরু হচ্ছে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:৩৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০১৬
  • / ৫৭০ বার পড়া হয়েছে

CROgfgf-300x201দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: আজ ২৮ নভেম্বর থেকে দর্শনা কেরু চিনিকলের ২০১৬-১৭ আঁখ মাড়াই মৌসুম শুরু হচ্ছে। আজ সকাল ১১টায় বাংলাদেশ চিনি খাদ্য শিল্প করপোশনের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দোয়া মহফিল শেষে আঁখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করবেন। চলতি ২০১৬-১৭ আঁখ মাড়াই মৌসুমে ১লাখ ১০হাজার মেট্রিক টন আঁখ মাড়াই করে ৭হাজার ৭শত মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং চিনি হার ৭% ধরা হয়েছে। গত ২০১৫-১৬ আঁখ মাড়াই মৌসুমে ১লাখ ২০হাজার মেট্রিক টন আঁখ মাড়াই লক্ষমাত্রা নিয়ে ৭১হাজার ৭৫২ দশমিক ৩২ মেট্রিক টন আঁখ মাড়াই করে ৬হাজার মেট্রিক টন চিনি উৎপাদন লক্ষমাত্রা নিয়ে ৪হাজার ৫৩২ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়। চিনি আহরণের হার ধরা হয় ৭ দশমিক ৫০%। সেখানে চিনি আহরণের হার ছিলো ৫দশমিক ৬২%। তবে এ বছর ঠিকমত বৃষ্টি হওয়ায় চিনি আহরণের হার ঠিক থাকবে মিল কর্তৃপক্ষ আসা করছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আজ থেকে দর্শনা কেরু চিনিকলের ২০১৬-১৭ আঁখ মাড়াই মৌসুম শুরু হচ্ছে

আপলোড টাইম : ০৬:৩৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০১৬

CROgfgf-300x201দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: আজ ২৮ নভেম্বর থেকে দর্শনা কেরু চিনিকলের ২০১৬-১৭ আঁখ মাড়াই মৌসুম শুরু হচ্ছে। আজ সকাল ১১টায় বাংলাদেশ চিনি খাদ্য শিল্প করপোশনের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দোয়া মহফিল শেষে আঁখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করবেন। চলতি ২০১৬-১৭ আঁখ মাড়াই মৌসুমে ১লাখ ১০হাজার মেট্রিক টন আঁখ মাড়াই করে ৭হাজার ৭শত মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং চিনি হার ৭% ধরা হয়েছে। গত ২০১৫-১৬ আঁখ মাড়াই মৌসুমে ১লাখ ২০হাজার মেট্রিক টন আঁখ মাড়াই লক্ষমাত্রা নিয়ে ৭১হাজার ৭৫২ দশমিক ৩২ মেট্রিক টন আঁখ মাড়াই করে ৬হাজার মেট্রিক টন চিনি উৎপাদন লক্ষমাত্রা নিয়ে ৪হাজার ৫৩২ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়। চিনি আহরণের হার ধরা হয় ৭ দশমিক ৫০%। সেখানে চিনি আহরণের হার ছিলো ৫দশমিক ৬২%। তবে এ বছর ঠিকমত বৃষ্টি হওয়ায় চিনি আহরণের হার ঠিক থাকবে মিল কর্তৃপক্ষ আসা করছেন।