আলমডাঙ্গা পল্লী বিদ্যুৎ সমিতির মিটার দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা উৎকোচ নেওয়ার অভিযোগ খাইরুল মাষ্টারের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে ভুক্তভোগীদের অনুরোধ
- আপলোড টাইম : ০৩:২৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০১৬
- / ৪২৮ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পল্লী বিদ্যুৎ সমিতির মিটার দেওয়ার নমা করে বেগুয়ারখালী গ্রামের খাইরুল মাষ্টার প্রত্যেকের কাছ থেকে ৭ হাজার টাকা করে উৎকোচ নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের বেগুয়ারখালী গ্রামের মৃত জব্বার বিশ্বাসের ছেলে কাসেদ আলী, মৃত গফুর মাষ্টারের ছেলে মাজদার আলী, মৃত আকবার সর্দারের ছেলে রনজেক সর্দার, মৃত ফাজের আলীর ছেলে একলাছ, বিশারত আলীর ছেলে রাজিবুল, মৃত জাদব শাহ’র ছেলে চান্দ আলী, মকছেদ আলীর ছেলে মিলন, সমসের আলী ছেলে তুফান, সবেদ আলীর ছেলে মনিহার, মৃত জাকের আলীর ছেলে বাবর আলীর কাছে পল্লী বিদ্যুতের মিটার দেওয়ার নাম করে বেগুয়ারখালী জুনিয়র হাইস্কুলের শিক্ষক ও পল্লীবিদ্যুৎ সমিতির দালাল খাইরুল মাষ্টার প্রত্যেকের কাছ থেকে ৭ হাজার টাকা করে প্রায় লক্ষাধীক টাকা উৎকোচ নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভুক্তভোগী কয়েকজন জানান, খাইরুল মাষ্টার পল্লী বিদ্যুতের কতিপয় অসাধু কর্মচারীকে উৎকোচ দিয়ে এসমস্ত মানুষকে মাসের পর মাস মিটার না দিয়ে ঘোরাচ্ছে। বিষয়টি তদন্তপূর্বক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগীরা।