চুয়াডাঙ্গায় আনন্দ টিভির পঞ্চম বর্ষপূর্তি উদ্যাপন

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় জাঁকজমক আয়োজনে উদ্যাপন করা হয়েছে আনন্দ টিভির ৫ম বর্ষপূর্তি। গতকাল শনিবার দুপুর ১২টায় বর্ষপূর্তি উপলক্ষে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আনন্দ টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি সোহেল সজিব। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা শাখার সভাপতি নাজমুল হক স্বপন প্রমুখ। অনুষ্ঠানে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আনন্দ টিভির ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যাশা করেন বক্তারা। পরে বর্ষপূর্তির কেক কাটেন অতিথিরা।